ভারতে এল ‘আইকিয়া’, ১৩ একর জমির উপর ৪ লক্ষ বর্গফুটের স্টোর খুলল হায়দরাবাদে
Last Updated:
advertisement
1/5

• বিশ্বমানের গৃহস্থলী সামগ্রী বিক্রেতা আইকিয়া এল ভারতে ৷ পাঁচ বছর পর এ দেশে স্টোর খোলার অনুমতি পেল এই সুইডিশ সংস্থা ৷ তেলেঙ্গনা তথ্যপ্রযুক্তি মন্ত্রী কেটি রামা রাও বৃহস্পতিবার এই স্টোরের উদ্বোধন করেছেন ৷ (Photo: IKEA)
advertisement
2/5
• ৪ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে তৈরি করা হয়েছে এই স্টোর ৷ আগামী কয়েক বছরে দেশের আরও ২৫টি শহরে আউটলেট খোলার পরিকল্পনা করছে আইকিয়া ৷ (Photo: Twitter)
advertisement
3/5
• আজ স্টোর খোলার পর প্রথম ক্রেতা ছিলেন বেঙ্গালুরুর মোহন দীক্ষিত (৩৯) ৷ ৯০ মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি ৷ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রথম খুলেছে আইকিয়ার স্টোর ৷ (Image: AFP)
advertisement
4/5
• এই স্টোরে ২০০ টাকার থেকে কম দামে অন্তত ১০০০ ধরণের জিনিস পাওয়া যাবে ৷ স্টোরে রয়েছে ১০০০ আসনের ক্যাফেটেরিয়া ৷ (Image: AP)
advertisement
5/5
• এই মুহূর্তে আইকিয়ার প্রত্যক্ষ কর্মী সংখ্যা ৯৫০ জন ৷ পরোক্ষভাবে যুক্ত রয়েছেন আরও দেড় হাজার জন ৷ এরমধ্যে ৫০ শতাংশই মহিলাকর্মী ৷ (Image: AFP)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ভারতে এল ‘আইকিয়া’, ১৩ একর জমির উপর ৪ লক্ষ বর্গফুটের স্টোর খুলল হায়দরাবাদে