7 most deadliest cyclones: কখনও মৃতের সংখ্যা ৩ লাখ, কখনও তার-ও বেশি...ইতিহাসের যে ৭টি চরম-বিধ্বংসী ঝড় ভুলবে না ভারত
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
advertisement
1/7

মঙ্গলবার দুপুরে অন্ধ্রপ্রদেশে স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মিগজাউম। অন্ধ্রপ্রদেশ উপকূলের বাপাতলার কাছে স্থলভাগে আছড়ে পড়ে মিগজাউম। শেষ ছ’ঘণ্টায় সমুদ্রের উপর গূর্ণিঝড়ের গতিবেগ ছিল ১০ কিলোমিটার প্রতি ঘণ্টা। আছড়ে পড়ার সময় মিগজাউমের গতি ছিল ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার। মিগজাউমের প্রভাব তামিলনাড়ুতেই বেশি পড়েছে। ইতিমধ্যে চেন্নাইয়ে মারা গিয়েছেন আট জন। জলমগ্ন শহরের বহু এলাকা। শুধুই মিগজাউম নয়, এর আগেও বহু ভয়াবহ ঝড়ের সাক্ষী থেকেছে আমাদের দেশ। একনজরে দেখে নিন ৭টি চরম-বিধ্বংসী ঝড় যা কাঁপিয়ে দেয় ভারতের নানা অংশ
advertisement
2/7
১৯৭০ সালের ভোলা সাইক্লোন-- এই ভয়াবহ ঘূর্ণিঝড় আছড়ে পড়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে। ভারতের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়। মৃত্যু হয়েছিল ৩ লাখ মানুষের।
advertisement
3/7
১৭৩৭ সালের হুগলি রিভার সাইক্লোন-- উত্তর ভারত মহাসাগরের প্রথম সুপার সাইক্লোন এটি। আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছিল
advertisement
4/7
১৮৩৯ সালের কোরিঙ্গা সাইক্লোন-- ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল অন্ধ্র প্রদেশের কোরিঙ্গায়। মৃতের সংখ্যা প্রায় ৩ লাখ
advertisement
5/7
১৮৬৪ সালের ক্যালকাটা সাইক্লোন-- ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল কলকাতায়। মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছিল
advertisement
6/7
১৮৩৩ সালের বেঙ্গল সাইক্লোন-- ভারত মহাসাগরে ঐতিহাসিক ঘূর্ণিঝড়, ৮৯১ মিলিবার-এর রেকর্ড লো-প্রেশার ছিল। ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গে। মৃতের সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার।
advertisement
7/7
১৯৭৭ সালের অন্ধ্র প্রদেশ সাইক্লোন-- এই ঘূর্ণিঝড়ের পর-ই প্রথম গড়ে ওঠে 'আর্লি ওয়ার্নিং মেটেরিওলজিক্যাল স্টেশন'। ঝড় আছড়ে পড়ে অন্ধ্র প্রদেশে। মৃতের সংখ্যা ছিল প্রায় ১০ হাজার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
7 most deadliest cyclones: কখনও মৃতের সংখ্যা ৩ লাখ, কখনও তার-ও বেশি...ইতিহাসের যে ৭টি চরম-বিধ্বংসী ঝড় ভুলবে না ভারত