TRENDING:

Beauty Secret: বিয়ের কনের থেকেও বেশি আকর্ষণীয় মহিলা! কীভাবে সম্ভব এই রূপ, রইল বিস্তারিত

Last Updated:
Beauty Skin Glow Tips: বিয়ের মরশুমে চারদিকে শুধুই সানাইয়ের শব্দ শোনা যাচ্ছে। গত কয়েক বছরে ভারতের বাজারে মেক-আপ সামগ্রীর বিক্রি বেড়েছে ব্যাপক। প্রায় সমস্ত মহিলাই এখন মেক-আপ করতে অভ্যস্ত।
advertisement
1/7
বিয়ের কনের থেকেও বেশি আকর্ষণীয় মহিলা! কীভাবে সম্ভব এই রূপ, রইল বিস্তারিত
প্রায় সব মহিলাই বিয়ের নিমন্ত্রণে এই মেক-আপ করার বিষয়টি নিয়ে খুবই ভাবেন। অনেকে পার্লারে গিয়ে মেক-আপ করান বিশেষজ্ঞেরা সাহায্যে। কিন্তু সেক্ষেত্রে বাদ সাধতে পারে সময় এবং অবশ্যই অর্থ। বরং নিজেরাই একটু মেক-আপ করে নেওয়া যেতে পারে বাড়িতে।খুব সামান্য কয়েকটি মেক-আপ সামগ্রী বাড়িতে থাকলেই বিয়ের নিমন্ত্রণে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নেওয়া যেতে পারে।
advertisement
2/7
ঝাড়খণ্ডের একজন পেশাদার মেক-আপ শিল্পী হরজিন্দর কৌর গত পনেরো বছর ধরে কাজ করছেন। তিনিই জানালেন, চটজলদি বিয়ে বাড়ির জন্য তৈরি হতে কী কী মেক-আপ পণ্য লাগতে পারে। যেসমস্ত মহিলারা পার্লারে যেতে পারছেন না, তাঁরা এই পাঁচটি প্রসাধনী সামগ্রী বাড়িতে রাখতে পারেন। এগুলির সাহায্যে যেকোনও অনুষ্ঠানের জন্য তৈরি হয়ে নেওয়া যাবে খুব সহজে।
advertisement
3/7
দেখে নেওয়া যাক ধাপে ধাপে
advertisement
4/7
প্রথমেই নিজের মুখ ভাল ভাবে পরিষ্কার করে নিতে হবে।এরপর মেক-আপের বেস তৈরি করতে হবে। এজন্য ফাউন্ডেশন লাগাতে হবে। তারপর নিজের ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে কমপ্যাক্ট পাউডার লাগাতে হবে।
advertisement
5/7
এরপর চোখের উপর লাইনার লাগিয়ে হালকা হাতে মাস্কারা লাগাতে হবে আঁখিপল্লবে।সব শেষে পোশাক এবং নিজের পছন্দের সঙ্গে মিলিয়ে লিপস্টিক লাগাতে হবে ঠোঁটে।
advertisement
6/7
হরজিন্দর বলেন, ফাউন্ডেশন, কম্প্যাক্ট, আইলাইনার, মাস্কারা এবং লিপস্টিক—এই পাঁচটি সামগ্রী বাড়িতে থাকলে আর কোনও চিন্তা নেই। বিয়ের মরশুমের সাজ খুব সহজেই সেরে ফেলা যাবে।
advertisement
7/7
যাঁরা চাইবেন, তাঁরা অবশ্য আই শ্যাডো এবং ব্লাশারও ব্যবহার করতে পারেন। চাইলে নিজের মুখের ধারাল ভাব তুলে ধরার জন্য উপযুক্ত কনট্যুর করা যেতে পারে। অনেকক্ষণ মেক-আপ ধরে রাখতে হবে সেটিং স্প্রে করে নেওয়া যেতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Beauty Secret: বিয়ের কনের থেকেও বেশি আকর্ষণীয় মহিলা! কীভাবে সম্ভব এই রূপ, রইল বিস্তারিত
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল