Skin Care Tips: বিনা খরচের ৩ টিপস গরমে 'বেস্ট', বয়স বাড়লেও ত্বক থাকবে ঝলমলে, ব্রণ-দাগ-ছোপ একেবারে গায়েব
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Skin Care: ত্বক ভাল করে পরিষ্কার না করলে মুখে ব্রণের আধিক্য দেখা দিতে পারে। তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারবেন ঘরোয়া উপায়ে।
advertisement
1/5

*মুখের ত্বকের তৈলগ্রন্থি থেকে শারীরবৃত্তীয় প্রক্রিয়াতেই সেবাম ক্ষরণ হয়। সঠিক পদ্ধতিতে তা পরিষ্কার না করলে মুখে ব্রণের আধিক্য দেখা দিতে পারে।
advertisement
2/5
*অভিজ্ঞ রূপচর্চা বিশারদ সোমা দাস জানান, অনেকক্ষেত্রে মুখে গরম জলের ভাপ নিলে সমস্যার সমাধান হয়। তবে গরম বাষ্প আবার চামড়ার ক্ষতিও করে।
advertisement
3/5
*ত্বকের উন্মুক্ত ছিদ্রে জমে থাকা তেল, ধুলো-ময়লা দূর করার সবচেয়ে সহজ পন্থা হল এক্সফোলিয়েশন। শক্ত দানাজাতীয় স্ক্রাবের সাহায্যে বা রাসায়নিক দেওয়া মাস্ক, জেল।
advertisement
4/5
*অ্যাক্টিভেটেড চারকোল মাস্ক মিনিট দশেক মুখে মেখে রাখুন। তারপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। তবে এই ধরনের মাস্ক ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
advertisement
5/5
*এই স্ট্রিপ নাকের উপর বা আশপাশে চেপে বসিয়ে কিছু ক্ষণ অপেক্ষা করতে হয়। তারপর টেনে তুলে নিলে স্ট্রিপের সঙ্গে সঙ্গে পোরস থেকে তেল, ধুলো-ময়লা সহজে উঠে আসে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skin Care Tips: বিনা খরচের ৩ টিপস গরমে 'বেস্ট', বয়স বাড়লেও ত্বক থাকবে ঝলমলে, ব্রণ-দাগ-ছোপ একেবারে গায়েব