Purnima 2024 Date & Timing: নতুন বছরের প্রথম পূর্ণিমা কবে? দোলপূর্ণিমা, বুদ্ধপূর্ণিমার দিনক্ষণ ও নির্ঘণ্ট জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Purnima 2024 Date & Timing: আসুন, দেখে নিই নতুন বছরের প্রথম পূর্ণিমা কবে। বাকি পূর্ণিমা কবে পড়েছে, সেই নির্ঘণ্টও জেনে নিন।
advertisement
1/13

ইংরেজিতে নতুন বছর, নতুন মাস এলেও বাংলায় এখনও পৌষমাস চলছে। আসুন, দেখে নিই নতুন বছরের প্রথম পূর্ণিমা কবে। বাকি পূর্ণিমা কবে পড়েছে, সেই নির্ঘণ্টও জেনে নিন।
advertisement
2/13
প্রথম পূর্ণিমা পড়েছে ২৫ জানুয়ারি। সেদিন রাত ১১.২৪ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি। এটি পালিত হবে মাঘী পূ্র্ণিমা হিসেবে।
advertisement
3/13
এর পরের পূর্ণিমা পড়েছে ২৪ ফেব্রুয়ারি। সেদিন সন্ধ্যা ৬ পর্যন্ত থাকবে পূর্ণিমা। এই তিথি পালিত হবে ফাল্গুনী পূর্ণিমা স্বরূপ।
advertisement
4/13
মার্চে দোলপূর্ণিমা তিথি শুরু হবে ২৪ তারিখ, সকাল ৯.৫৫ মিনিটে। সে তিথি থাকবে পরের দিন দুপুর ১২.৩০ পর্যন্ত।
advertisement
5/13
২৩ এপ্রিল কাকভোরে ৩.২৬ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে। পর দিন ভোর ৫.১৮ পর্যন্ত এই পুণ্যতিথি থাকবে।
advertisement
6/13
বুদ্ধ পূর্ণিমা লাগছে ২২ মে-এর সন্ধ্যা ৬.৪৮ মিনিটে। পর দিন ২৩ মে সন্ধ্যা ৭.২৩ মিনিট পর্যন্ত পুণ্যতিথি থাকবে।
advertisement
7/13
দেবস্নান পূর্ণিমা বা জ্যেষ্ঠা পূর্ণিমা শুরু হবে ২১ জুন, সকাল ৭.৩২ মিনিটে। পরদিন সকাল ৬.৩৭ পর্যন্ত থাকবে পূর্ণিমা।
advertisement
8/13
শ্রাবণের গুরু পূর্ণিমা শুরু ২০ জুলাই সন্ধ্যা ৬টায়। তিথি থাকবে ২১ জুলাই, দুপুর ৩.৪৭ মিনিটে।
advertisement
9/13
নারালি বা নারকেল পূর্ণিমা ১৯ অগাস্ট কাকভোর ৩.০৫ মিনিটে শুরু। এই পবিত্র তিথি থাকবে রাত ১১.৫৫ মিনিট পর্যন্ত।
advertisement
10/13
ভাদ্রপূর্ণিমা শুরু হবে ১৭ সেপ্টেম্বর সকাল ১১.৪৪ মিনিটে। পরের দিন সকাল ৮.০৪ মিনিট পর্যন্ত এই তিথি থাকবে।
advertisement
11/13
শারদ পূর্ণিমা পালিত হবে ১৬ অক্টোবর, সকাল ৮.৪১ মিনিটে। পরের দিন বিকেল ৪.৫৬ মিনিট পর্যন্ত থাকবে সে তিথি।
advertisement
12/13
১৫ নভেম্বর সকাল ৬.১৯ মিনিট থেকে রাত ২.৫৮ পর্যন্ত থাকবে কার্তিক পূর্ণিমা।
advertisement
13/13
অগ্রহায়ণী পূর্ণিমা বা মার্গশীর্ষ পূর্ণিমা শুরু হবে ১৪ ডিসেম্বর বিকেল ৪.৫৯ মিনিটে। এই তিথি থাকবে পরের দিন দুপুর ২.৩১ পর্যন্ত।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Purnima 2024 Date & Timing: নতুন বছরের প্রথম পূর্ণিমা কবে? দোলপূর্ণিমা, বুদ্ধপূর্ণিমার দিনক্ষণ ও নির্ঘণ্ট জানুন