advertisement
1/6

খাজুরাহো মধ্যপ্রদেশের প্রাচীন শহর খাজুরাহো৷ খাজুরাহো মন্দিরের শিল্পকর্ম ও ভাস্কর্য অতিব সুন্দর ও মুগ্ধ করা৷ পুরাণ অনুযায়ী, শিব ও অন্যান্য দেব-দেবীরা খেলতে এসেছিলেন খাজুরাহোতে৷ তাই তাদের খুশি করতে ও সম্মান জানাতেই খাজুরাহো মন্দিরগুলি তৈরি করা হয়৷ একটি মন্দির ছাড়া বাকি মন্দিরগুলি পূর্বমুখী৷ পুরুষ-নারীর শারীরিক ও মানসিক সম্পর্কের এমন সুন্দর শৈল্পিক কাজ পৃথিবীতে আর কোথাও নেই৷ এবং হিন্দু ধর্মের ৪ উদ্দেশ্য -- ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ ফুটে উঠেছে মন্দিরের কাজে৷
advertisement
2/6
জগদীশ মন্দির (উদয়পুর) মন্দিরটির পুরো নাম জগন্নাথ রাই মন্দির৷ উদয়পুরের বিখ্যাত মন্দির৷ এটি আসলে বিষ্ণু মন্দির৷ মূল কাঠামো কালো পাথরের তৈরি৷ মহারাণা জগত্ সিংয়ের সময় মন্দিরটি তৈরি করা হয়েছিল৷ এই মন্দিরেও শিল্পের মাধ্যমে বোঝানো হয়েছে, ঈশ্বর লাভের জন্য দৈহিক সুখ ছাড়তেই হবে৷
advertisement
3/6
সূর্য মন্দির (কোনার্ক) ভারতে যতগুলি সূর্য মন্দির রয়েছে, তার মধ্যে সবচেয়ে বিখ্যাত ওড়িশার কোনার্ক সূর্য মন্দির৷ মন্দিরের গায়ে রয়েছে অসাধারণ যৌনতা মূল ভাস্কর্য৷ বলা হয়েছে, এই যৌন আকাঙ্ক্ষা আসলে সংসারেরই একটি অংশ৷ যা মোক্ষ লাভের জন্য ত্যাগ করতেই হয়৷ এটাই ওই শিল্পকর্মের বার্তা৷
advertisement
4/6
সূর্য মন্দির, গুজরাট গুজরাটের মধেরায় এই মন্দিরটি তৈরি করা হয়েছিল একাদশ শতকে আর্কিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পর্যটন কেন্দ্রের প্রথম সারিতেই রয়েছে এই সূর্যমন্দির৷ এই মন্দিরে একাধিক যৌন সঙ্গমের ভাস্কর্যে বার্তা দেওয়া হয়েছে, সেক্স পবিত্র৷ কারণ যৌনতাই প্রাণের সৃষ্টি করে পৃথিবীতে৷
advertisement
5/6
বীরুপক্ষ, হাম্পি ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে রয়েছে কর্নাটকের হাম্পি৷ তুঙ্গভদ্রার তীরে বিখ্যাত শিব মন্দির৷ এছাড়াও চারিদিকে অসাধারণ ভাস্কর্য৷ ফুটিয়ে তোলা হয়েছে নানা যৌনতামূলক চিত্র৷ যা মুগ্ধ করে পর্যটকদের৷
advertisement
6/6
পাডওয়ালি, মধ্যপ্রদেশ চম্বল নদীর কাছে পাডওয়ালি মন্দির দেখলে চোখ জুড়িয়ে যায়৷ ছোট গ্রামটিতে পর্যটকদের ভিড় লেগেই থাকে৷ শিব ও বিষ্ণুর এই মন্দিরে প্রচুর শৈল্পিক কাজ রয়েছে, যা যৌনতার নানা শরীরী ভঙ্গি ফুটিয়ে তোলা হয়েছে৷