advertisement
1/5

ফের অত্যাচরের শিকার গে যুগল ৷ নদিয়ার চাকদহের ঘটনা ৷ কয়েক মাস আগে সমকামিতাকে বৈধ ঘোষণা করে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এরপরেও এরকম যুগলকে অত্যাচারের শিকার হতে হচ্ছে ৷ Photo -Representive Image
advertisement
2/5
৪৫ বছরের স্বপন বিশ্বাস ও ৩৪ বছরের বিকাশ দাস একসঙ্গে বাস করতেন ৷ কিন্তু তাঁদের সম্পর্কের কথা জানাজানি হওয়ার পরই মারাত্মক গন্ডগোলের শুরু ৷ Photo -Representive Image
advertisement
3/5
পুলিশে দায়ের করা নিজেদের এক পাতার অভিযোগে তাঁরা নিজেদের বাড়ির মালিক ও তাঁর স্ত্রী-র বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ৷ সেখানে তাঁরা লিখেছেন তাঁদের ওপর চড়াও হন আনন্দ দাস ও তাঁর স্ত্রী ৷ তাঁদের কাঠ দিয়ে আঘাত করেন ৷ Photo -Representive Image
advertisement
4/5
বিকাশ জানিয়েছেন তিনি যখন রান্না করছিলেন তখন তাঁর ওপর চড়াও হন বাড়ির মালিক ৷ তখুনি বাড়ি ছাড়তে বলেন তিনি সময় চান ৷ কিন্তু বাড়ির মালিক তাঁকে কোনও সময় দিতে চাননি ৷ চোয়ালে ও ডান হাতেও মারেন তাঁকে ৷ Photo -Representive Image
advertisement
5/5
এদিকে বাড়ির মালিকের অভিযোগ এইসব সম্পর্কের বিষয়ে তাঁরা কিছুই জানতেন না ৷ এই দু‘জন রোজই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে চেঁচামিচি করে শান্তি নষ্ট করত ৷ এদিকে পুলিশ অভিযোগেও এই গে যুগল নিজেদের সম্পর্ক নিয়ে কিছু বলেনননি ৷ বরং তাঁদেরকে বাড়ির মালিক ও তাঁর স্ত্রী হিজরে বলে ডাকত জানিয়েছেন তাঁরা ৷ Photo -Representive Image