TRENDING:

Kolkata: রোদ্দুর আছে, কিন্তু ছায়া কই? কলকাতায় পরপর ২ দিন হতে চলেছে ‘জিরো শ‍্যাডো ডে’! অন‍্য জেলায় কবে, কোথায়?

Last Updated:
Zero Shadow Day: রাস্তায় বেরোলেই মাথার উপর চড়া রোদ। রোদে বেরলো ছায়া পড়বে, এ কথা খুবই স্বাভাবিক। তবে খুব তাড়াতাড়ি এমন একটি দিন আসছে যখন রোদে বেরোলেও ছায়া পড়বে না কলকাতায়।
advertisement
1/8
রোদ্দুর আছে, কিন্তু ছায়া কই? কলকাতায় ২ দিন জিরো শ‍্যাডো ডে’! অন‍্য জেলায় কবে, কোথায়?
রাস্তায় বেরোলেই মাথার উপর চড়া রোদ। রোদে বেরলো ছায়া পড়বে, এ কথা খুবই স্বাভাবিক। তবে খুব তাড়াতাড়ি এমন একটি দিন আসছে যখন রোদে বেরোলেও ছায়া পড়বে না কলকাতায়।
advertisement
2/8
২০২৫ সালে দু'বার এই পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে শহর কলকাতা। দুপুরে বেশ কিছুক্ষণের জন‍্য পরিস্থিতির মুখোমুখি হতে পারবেন কলকাতাবাসী।
advertisement
3/8
দেশের সর্বভারতীয় সংবাদমাধ‍্যম অনুযায়ী, আগামী ৫ জুন এবং ৭ জুলাই কলকাতায় দেখা যাবে জিরো শ‍্যাডো ডে। ৫ জুন দুপুর ১১টা বেজে ৩৪ মিনিট ৫৪ সেকেন্ডে এই ছায়া বিহীন হবে কলকাতা।
advertisement
4/8
এরপর ৭ জুলাই দুপুর ১১টা ৪১ মিনিট ২৪ সেকেন্ডে ফের আরও একবার ছায়াহীন হবে কলকাতা। তবে কেবল কলকাতা নয়, বাংলার অন‍্যান‍্য জেলাতেও দেখা যাবে জিরো শ‍্যাডো ডে।
advertisement
5/8
কিন্তু কেন ছায়া পড়বে না? এই ঘটনার পেছনে থাকা বৈজ্ঞানিক কারণটা কী? এই দুই দিনে সূর্যের আপাত অবস্থান একেবারে মাথার উপরে থাকবে।
advertisement
6/8
ফলে মানুষ-সহ অন‍্যান‍্য উল্লম্ব যেকোনও সামগ্রীর ছায়া পড়বে না। রোদে বেরোলেও নিজের ছায়া দেখতে পাবেন না কেউ। কিন্তু বেশিক্ষণ নয়, মাত্র কিছুক্ষণের জ‍ন‍্য বজায় থাকবে এই অবস্থা। জানা গিয়েছে, মাত্র ১ থেকে দেড় মিনিটের জন‍্য বজায় থাকবে এই অবস্থা।
advertisement
7/8
কোন জেলায় কবে?কলকাতা: জুন ৫, সকাল ১১:৩৪:৫৪ ; জুলাই ৭, সকাল ১১:৪১:২৪বর্ধমান: জুন ১৪, সকাল ১১:৩৮:৪৪ ; জুন ২৮, সকাল ১১:৪১:৪৫খড়গপুর: জুন ৩, সকাল ১১:৩৮:৫২ ; জুলাই ৯, সকাল ১১:৪৫:৫৮মায়াপুর: জুন ১৯, সকাল ১১:৩৭:৫৩ ; জুন ২৩, সকাল ১১:৩৮:৪৫ডায়মন্ড হারবার: জুন ২, সকাল ১১:৩৫:১০ ; জুলাই ১০, সকাল ১১:৪২:৩৪কৃষ্ণনগর: জুন ১৭, সকাল ১১:৩৬:৫৮ ; জুন ২৫, সকাল ১১:৩৮:৪৩
advertisement
8/8
হলদিয়া: জুন ১, সকাল ১১:৩৫:২৯ ; জুলাই ১১, সকাল ১১:৪৩:১০মেদিনীপুর: জুন ৪, সকাল ১১:৩৯:১৭ ; জুলাই ৮, সকাল ১১:৪৫:৫৩ব‍্যারাকপুর: জুন ৭, সকাল ১১:৩৫:১৯ ; জুলাই ৫, সকাল ১১:৪১:০৪বারুইপুর: জুন ৩, সকাল ১১:৩৪:২৪ ; জুলাই ৯, সকাল ১১:৪১:৩দিঘা: মে ২৯, সকাল ১১:৩৭:১০; জুলাই ১৪, সকাল ১১:৪৫:৩৯পুরুলিয়া: জুন ১৬, সকাল ১১:৪৫:১৪ ; জুন ২৭, সকাল ১১:৪৭:৩৬কল্যাণী: জুন ১০, সকাল ১১:৩৫:৩৮ ; জুলাই ২, সকাল ১১:৪০:১৬হাবড়া: জুন ৮, সকাল ১১:৩৪:৩৫ ; জুলাই ৪, সকাল ১১:৩৯:৫৮
বাংলা খবর/ছবি/কলকাতা/
Kolkata: রোদ্দুর আছে, কিন্তু ছায়া কই? কলকাতায় পরপর ২ দিন হতে চলেছে ‘জিরো শ‍্যাডো ডে’! অন‍্য জেলায় কবে, কোথায়?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল