Yami Gautam In Kolkata : বিয়ের পর কলকাতায় ইয়ামি গৌতম! আজ থেকেই শুরু অনিরুদ্ধর নতুন ছবির শুটিং
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Yami Gautam In Kolkata : বৃষ্টিভেজা কলকাতায় অভিনেত্রীকে দেখা গেল সর্দার শঙ্কর রোডের রাসবিহারী মুক্তাঙ্গনে।
advertisement
1/7

আজ, রবিবারই কলকাতায় শুরু হল ইয়ামি গৌতম(Yami Gautam)-এর শুটিং। বৃষ্টিভেজা কলকাতায় অভিনেত্রীকে দেখা গেল সর্দার শঙ্কর রোডের রাসবিহারী মুক্তাঙ্গনে। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর (Aniruddha Roy Choudhury) নতুন ছবি ‘লস্ট’ (Lost)। তারই শুটিং চলছে শহরে। এদিন ইয়ামির পরনে ছিল হালকা গোলাপি প্রিন্টেড কুর্তি ও সাদা প্লাজো। কখনও তাঁকে দেখা গেল অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়তে। কখনও কাজের ব্যস্ততায়। তবে সবসময়ই কালো মাস্কে ঢাকা ছিল মুখ।
advertisement
2/7
এদিন ইয়ামির পরনে ছিল হালকা গোলাপি প্রিন্টেড কুর্তি ও সাদা প্লাজো। কখনও তাঁকে দেখা গেল অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়তে। কখনও কাজের ব্যস্ততায়। তবে সবসময়ই কালো মাস্কে ঢাকা ছিল মুখ।
advertisement
3/7
শুক্রবারই কলকাতা বিমানবন্দরে পা রাখেন ইয়ামি গৌতম। সেদিন তাঁর পরনে ছিল মেরুন রঙের পোশাক। মুখে কালো মাস্ক। জানা যায়, উপলক্ষ্য পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর (Aniruddha Roy Choudhury) নতুন ছবি ‘লস্ট’ (Lost)। বিয়ের পর এই ছবিই প্রথম সাইন করেছেন ইয়ামি। সেই ছবির শুটিংয়েই কলকাতা সফরে অভিনেত্রী ইয়ামি।
advertisement
4/7
জুন মাসেই ‘উড়ি’ ছবি খ্যাত পরিচালক আদিত্য ধরের (Aditya Dhar) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ইয়ামি। বিয়ের পর একটু বিরতি নিয়েছিলেন তিনি। তাঁর ইচ্ছেই ছিল সংসার নিজের হাতে গুছিয়ে তবেই ফের কাজ শুরু করবেন। তবে সংসার গোছানোর ফাঁকে চলছিল চিত্রনাট্য পড়া। শেষমেশ, বিয়ের একমাস পূর্ণ হতেই এবার কাজে ফিরলেন ইয়ামি গৌতম (Yami Gautam)। নতুন ছবির শুটিং শুরু করতে একেবারে কলকাতাতেই।
advertisement
5/7
‘পিঙ্ক’ ছবির পর ‘লস্ট’ ছবি নিয়েই বলিউডে ফিরছেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। প্রথম ছবিতে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও তাপসী পান্নুকে (Tapsee Pannu) নিয়ে রুপোলি পর্দায় একেবারে ম্যাজিক তৈরি করেছিলেন পরিচালক অনিরুদ্ধ। আর এবার অনিরুদ্ধের ‘লস্ট’ ছবিতে ইয়ামি গৌতম ছাড়াও দেখা যাবে এক ঝাঁক বলিউড তারকাকে। রয়েছেন পঙ্কজ কাপুর, রাহুল খান্না, নীল ভুপলম, পিয়া বাজপেয়ী ও তুষার পাণ্ডে।
advertisement
6/7
ছবি নিয়ে বলতে গিয়ে পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী জানিয়েছেন, ‘এটা পুরোটাই ইনভেস্টিগেটিভ ড্রামা। কিন্ত তার মধ্যে সম্পর্ক, ভালবাসা, ধোঁকা সবই রয়েছে। এই সব কিছুর মাঝেই নিজেকে খুঁজে পাওয়ার গল্প বলবে অনিরুদ্ধের লস্ট।’ তবে আপাতত গল্পটাকে গোপনই রাখতে চেয়েছেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। তাঁর কথায়, ‘এই ছবির গল্পে থাকবে প্রচুর টুইস্ট।’
advertisement
7/7