রাঙা হল বাগবাজার মণ্ডপ, লাল-সাদা শাড়িতে সিঁদুর খেলায় মেতে মহিলারা, দেখুন ছবি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
এ বার আর করোনার ভয় কাউকে রুখতে পারেনি। তাই মানুষ স্বাভাবিক ছন্দে আনন্দে মেতে উঠেছেন ২০২২-এর পুজোতে। রিল বানানো, ছবি তোলা, সেজেগুজে সিঁদুর মাখানো, দুর্গা বরণের মধ্যে দিয়েই শেষ হল এ বারের পুজো।
advertisement
1/9

সিঁদুরে রাঙা মেঘ ছেয়ে গিয়েছে বাগবাজারে। বুধবার, দশমীর সকাল ১০টা থেকে বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবে মানুষের ঢল। বিকেল পর্যন্ত গড়াল মহিলাদের সিঁদুর খেলা।
advertisement
2/9
লাল পেড়ে সাদা শাড়িতে মাথায় ফুল এঁটে সকাল সকাল দুর্গামণ্ডপে পৌঁছে গেলেন মহিলারা। আট থেকে আশি কোলাহলে মুখর উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো। ছবি: সিদ্ধার্থ সরকার
advertisement
3/9
২০১৮ সালে ১০০ বছর পেরিয়েছে উত্তর কলকাতার গঙ্গাপাড়ের এই পুজো। এবছর ১০৪ তম পুজো। প্রত্যেক বছরই দশমীতে এই পুজো কলকাতার অন্যতম মূল আকর্ষণ হয়ে ওঠে বাঙালিদের কাছে। ছবি: সিদ্ধার্থ সরকার
advertisement
4/9
এক চালার সাবেকি প্রতিমাকে বরণ করে, মিষ্টি খাইয়ে সিঁদুর খেলা শুরু হয়েছে এ দিন। সকাল থেকে বাইরে দীর্ঘ লাইন। দুর্গা মাকে বিদায় জানাতে হাজির হয়েছেন হাজার হাজার মানুষ।
advertisement
5/9
চেনা-পরিচিত, অপরিচিত, সকলেই একে অপরের গালে সিঁদুর মাখিয়ে দিলেন। তার সঙ্গে চলল ছবি তোলার ঢল। ছবি: সিদ্ধার্থ সরকার
advertisement
6/9
করোনাকালে ভিড় এড়াতে ২০২০ সালে এই সিঁদুর খেলায় নিষেধাজ্ঞা জারি হয়েছিল। সংক্রমণ এড়াতে বন্ধ ছিল শতক পেরনো বাগবাজারের সিঁদুর খেলার প্রথা৷ ছবি: সিদ্ধার্থ সরকার
advertisement
7/9
সিঁদুর খেলা বন্ধ হলেও বরণ করেছিলেন মহিলারা। গত বছরও করোনার প্রকোপ নিয়ে আতঙ্কে ছিলেন মানুষ। কিন্তু এ বার আর করোনার ভয় কাউকে রুখতে পারেনি। তাই মানুষ স্বাভাবিক ছন্দে আনন্দে মেতে উঠেছেন ২০২২-এর পুজোতে। ছবি: সিদ্ধার্থ সরকার
advertisement
8/9
সন্ধ্যায় বিসর্জন শুরু। পাঁচ দিনের আনন্দের পর এ বার বিদায় জানানোর পালা। চারদিকে লাল পেড়ে সাদা শাড়িতে সাবেকিয়ানার ছোঁয়া বাগবাজারে। উৎসবের শেষ দিনেও মানুষের ঢল সেখানে। ছবি: সিদ্ধার্থ সরকার
advertisement
9/9
রিল বানানো, ছবি তোলা, সেজেগুজে সিঁদুর মাখানো, দুর্গা বরণের মধ্যে দিয়েই শেষ হল এ বারের পুজো। আসছে বছর আবার হবে। ছবি: সিদ্ধার্থ সরকার