Winter Weather Update: হচ্ছে বৃষ্টি, বাড়ছে তাপমাত্রা, তবে কি এবারের মত শীতের ইনিংস শেষ? নাকি ফের ঘুরে আসছে হাড়কাঁপানো ঠান্ডা? যা বলছে আবহাওয়া দফতর
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
এই মরশুমে কী বিদায় নিল শীত? নাকি ফের আসছে ঘুরেফিরে ফেব্রুয়ারিতে?
advertisement
1/6

সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল! দুপুর গড়াতেই বৃষ্টি শুরু হয় কলকাতায়। গত মঙ্গলবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হালকা-মাঝারি বৃষ্টি। ইতিমধ্যেই, আগামী ৪দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
2/6
বিগত দিনের তুলনায় অনেকখানি পরিবর্তন হয়েছে আবহাওয়ার। শেষ দু'দিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে দেখা গিয়েছে দক্ষিণের বিভিন্ন জেলাতে। বৃষ্টির ফলে শীতের দাপট বেশ খানিকটা কমেছে।
advertisement
3/6
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে আকাশ পরিষ্কার হলেও নতুন করে ঠান্ডা আর পড়বে না। গত ৪৮ ঘণ্টায় শুধু কলকাতাতেই তাপমাত্রা ৫ ডিগ্রি বেড়েছে। তারমানে, এ'বছরের মত ইনিংস শেষ করল শীত।
advertisement
4/6
শনিবার থেকে কলকাতা-সহ গোটা রাজ্যের আবহাওয়ার উন্নতি হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
5/6
বৃষ্টির জন্য আলিপুর আবহাওয়া দফতরের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দুই ২৪ পরগনার পাশাপাশি, নদিয়া জেলায় শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি হালকা বৃষ্টিতে হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলা।
advertisement
6/6
বঙ্গোপসাগরের উপর একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। আর সেখান থেকেই বঙ্গোপসাগরের জলীয় বাষ্প এ রাজ্যে প্রবেশ করেছে। যার ফলেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যে।