Winter Weather Forecast: ঘূর্ণিঝড়ের জেরে ক'দিন বৃষ্টি? তারপরই কি জাঁকিয়ে শীত? কী বলছে হাওয়া অফিস
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Winter Weather Forecast: দক্ষিণবঙ্গে পুরোপুরি মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ১১ জেলাতে। ৫ তারিখ থেকে ৭ তারিখ দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।
advertisement
1/6

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর (Cyclone Michaung) কারণে গত দুদিন থেকেই স্থগিত চেন্নাইয়ের জনজীবন। বাতিল হয়েছে একাধিক ফ্লাইট। কিন্তু ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়বে বঙ্গে?
advertisement
2/6
এদিকে, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উপকূল ও উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
advertisement
3/6
আবহাওয়াবিদদের অনুমান অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও মছলিপত্তনামের মাঝামাঝি বাপাটলা উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে স্থলভাগে। সেই সময় এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হবে ৷ সর্বোচ্চ যা ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ হতে পারে।
advertisement
4/6
দক্ষিণবঙ্গে পুরোপুরি মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ১১ জেলাতে। ৫ তারিখ থেকে ৭ তারিখ দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।
advertisement
5/6
তবে, তার প্রভাবে বঙ্গে শীত আসবে কি না তা নিয়ে এখনও রয়েছে প্রশ্ন। আবহাওয়াবিদদের কথায় আপাতত জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কলকাতায় নেই।
advertisement
6/6
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।