TRENDING:

Election Commission on Dev SIR Hearing: কোনও রকম হেনস্থা নয়, কেন SIR হিয়ারিং-এ ডাকা হল সাংসদ-অভিনেতা দেবকে, স্পষ্ট জানাল নির্বাচন কমিশন

Last Updated:
আগামী ১৪ জানুয়ারি দেবের সঙ্গে তাঁর মা, বাবা ও বোন যাদবপুরের কাটজুনগর হাই স্কুলে হেয়ারিংয়ের জন্য উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
advertisement
1/6
কেন SIR হিয়ারিং-এ ডাকা হল সাংসদ-অভিনেতা দেবকে, স্পষ্ট জানাল নির্বাচন কমিশন
কেন SIR হেয়ারিংয়ে ডাকা হয়েছে দেব-কে, তা জানিয়ে দিল নির্বাচন কমিশন৷ এক হ্যান্ডেলে জানানো হয়েছে এনুমারেশন ফর্মে যে অংশে ২০০২-এর সঙ্গে লিঙ্কের উল্লেখ করা কথা ছিল, সেই নির্দিষ্ট অংশটি খালি ছিল দেব এবং তাঁর পরিবারের নথিতে৷ এই কারণেই তাঁদের ডাকা হয়েছে৷
advertisement
2/6
এর আগেই ৩ বারের সাংসদ দেবকে SIR হেয়ারিংয়ে তলব করার খবরে সুর চড়িয়েছিল শাসকদল৷ অভিযোগ করা হয়েছিল যে সাংসদ-অভিনেতাকে অকারণে হেনস্থা করা হচ্ছে৷ তবে কী কারণে দেব এবং তাঁর পরিবারের সদস্যকে ডাকা হয়েছে তা স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন৷
advertisement
3/6
আগামী ১৪ জানুয়ারি দেবের সঙ্গে তাঁর মা, বাবা ও বোন যাদবপুরের কাটজুনগর হাই স্কুলে হেয়ারিংয়ের জন্য উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
advertisement
4/6
দেব জানিয়েছেন, “কোনও না কোনও কারণে আমি হেডলাইনে থাকছি। আমি পরিষ্কার বলতে চাই, আমি একজন ভারতীয়। আমাদের দেশে যা আইন আছে, আমাকে তা মানতেই হবে। এটা যদি ল অফ দ্য ল্যান্ড হয়, আমি সেটা ফলো করব। ব্যক্তিগতভাবে আমার এতে বলার কিছু নেই।”
advertisement
5/6
ঘাটালে জন্ম দেবের৷ তারপর বাবার কাজের সূত্রে পরিবারের সঙ্গে মুম্বই চলে যান এবং সেখানেই তিনি ছিলেন বহু বছর৷ পরে পশ্চিমবঙ্গে ফিরে এসে সিনেমা জগতে পা রাখেন দেব৷ টলিউডের সুপারস্টার হিরো তিনি৷ খুবই ব্যস্ত৷ এরই পাশাপাশি তিনি তৃণমূলের সাংসদ৷ বর্তমানে তিনি দক্ষিণ কলকাতার স্থায়ী বাসিন্দা।
advertisement
6/6
২০২৪ সালের নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি প্রসঙ্গে দেব জানান, অধিকাংশ কাজই ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তিনি বলেন, “যে কাজ ছ’মাস আগে শুরু হওয়ার কথা ছিল, টেন্ডার সমস্যার জন্য তা শুরু হয়নি। এখন ঘাটাল মাস্টার প্ল্যান অনেকটা এগিয়েছে। বহু টেন্ডার পাস হয়েছে, কাজও শুরু হয়ে গেছে। আমি যে কথা দিয়ে মানুষের ভালোবাসা পেয়েছি, সেই কথা রাখার চেষ্টা করেছি।”
বাংলা খবর/ছবি/কলকাতা/
Election Commission on Dev SIR Hearing: কোনও রকম হেনস্থা নয়, কেন SIR হিয়ারিং-এ ডাকা হল সাংসদ-অভিনেতা দেবকে, স্পষ্ট জানাল নির্বাচন কমিশন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল