TRENDING:

Weather Update: কেন বার বার থমকে যাচ্ছে বর্ষা! দক্ষিণবঙ্গে বর্ষাকাল কবে থেকে, তারিখ জানিয়ে দিল হাওয়া অফিস

Last Updated:
উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে। বাকি জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
1/7
কেন থমকে যাচ্ছে বর্ষা! দক্ষিণবঙ্গ বর্ষাকাল কবে থেকে, তারিখ জানিয়ে দিল হাওয়া অফিস
এ বার দক্ষিণে লেট মনসুন। কলকাতায় বর্ষা আসার সূচি ১১ই জুন। আবহাওয়া দফতরের ক্যালেন্ডার অনুযায়ী এ বছরের আগাম বর্ষা এসেছিল আন্দামান সাগর থেকে শুরু করে কেরল এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।
advertisement
2/7
বাংলার উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছিল নির্ধারিত দিনের ৪ দিন আগে। কিন্তু দক্ষিণের কপাল পোড়া। দক্ষিণবঙ্গে তা হলে কবে নাগাদ শুরু হতে পারে বর্ষাকালের মরশুম, সেটাই এখন অনেক বড় প্রশ্ন।
advertisement
3/7
হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে, আপাতত তিন-চারদিন মৌসুমী বায়ুর অনুকূল পরিস্থিতি নেই দক্ষিণে। ১৫ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হবে না বলেই অনুমান আবহাওয়াবিদদের। আবহাওয়াবিদদের এই অনুমান সত্যি হলে দক্ষিণবঙ্গে এবার লেট মনসুনের প্রবল সম্ভাবনা। আগামী বুধ বৃহস্পতিবার এর আগে মৌসুমী বায়ু ঢুকার সম্ভাবনা কম।
advertisement
4/7
উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে। বাকি জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। আগামী মঙ্গল বুধবার নাগাদ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। সিকিম ও উত্তরবঙ্গের বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টির সর্তকতা জারি হবে ১৫ জুন থেকে।
advertisement
5/7
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিনে পশ্চিমের জেলা বাঁকুড়া-পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান ছাড়াও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। কলকাতা-সহ বাকি জেলায় অল্টারনেটিভ-ডে তে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে সেই সম্ভাবনাও তুলনামূলকভাবে অনেকটা কম। দক্ষিণবঙ্গে একই তাপমাত্রা থাকবে, আর্দ্রতা জনিত অস্বস্তিও।
advertisement
6/7
আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম। বেলা বাড়লে আর্দ্রতা জনিত অস্বস্তি হবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নীচে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪ ডিগ্রী সেলসিয়াস, স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৮.২ মিলিমিটার।
advertisement
7/7
উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে যেটি বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। এর ফলেই উত্তরবঙ্গের বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহ থাকবে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানে। ঝাড়খন্ডে তাপপ্রবাহ থাকবে ১২ জুন পর্যন্ত।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Weather Update: কেন বার বার থমকে যাচ্ছে বর্ষা! দক্ষিণবঙ্গে বর্ষাকাল কবে থেকে, তারিখ জানিয়ে দিল হাওয়া অফিস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল