TRENDING:

IMD Monsoon 2025 Update: অবশেষে এল সুখবর...! বর্ষা ঢুকছে কবে? ঠিক কবে থেকে বাংলা ভিজবে স্বস্তির বৃষ্টিতে? দিনক্ষণ, তারিখ জানিয়ে দিল আবহাওয়া দফতর

Last Updated:
IMD Monsoon 2025 Update: ১৪ জুন থেকে পূর্ব ভারতে সক্রিয় হবে মৌসুমী বায়ু, এমনই স্বস্তির পূর্বাভাস দিয়েছে ভারতীয় মৌসমভবন। ১২ জুন থেকে দক্ষিণবঙ্গে হাওয়া-বদলের ইঙ্গিত।  ১১ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি চরমে উঠবে।
advertisement
1/6
অবশেষে এল সুখবর...! বর্ষা ঢুকছে কবে? ঠিক কবে থেকে বাংলা ভিজবে স্বস্তির বৃষ্টিতে? জানুন
*১৪ জুন থেকে পূর্ব ভারতে সক্রিয় হবে মৌসুমী বায়ু, এমনই স্বস্তির পূর্বাভাস দিয়েছে ভারতীয় মৌসমভবন। ১২ জুন থেকে দক্ষিণবঙ্গে হাওয়া-বদলের ইঙ্গিত। ১১ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি চরমে উঠবে। দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি চরমে। দক্ষিণের প্রায় সব জেলাতেই হট এবং হিউমিড পরিস্থিতি। উপকূল ও সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে।  ২০  জুনের মধ্যে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।
advertisement
2/6
*দক্ষিণবঙ্গে আজ বুধবার গরম ও অস্বস্তি চরমে। দক্ষিণের বেশ কিছু জেলায় হট এবং হিউমিড পরিস্থিতি। উপকূল ও সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে থাকবে। পশ্চিমের জেলায় শুষ্ক আবহাওয়া। আপাতত বর্ষার অনুকূল পরিবেশ নয় দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেই থমকে মৌসুমী বায়ু। ফাইল ছবি।
advertisement
3/6
*বুধবার থেকে শনিবার পর্যন্ত বজবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায়। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার, আবার কোথাও কোথাও ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে। ফাইল ছবি।
advertisement
4/6
*বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উইকেন্ডে ভারী বৃষ্টি দার্জিলিংয়ে। ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও সংলগ্ন জেলাতেও। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ফাইল ছবি।
advertisement
5/6
*আজ দিনভর আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। কখনও মেঘলা আকাশের সম্ভাবনা। দিন ও রাতে গরমও অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তাই গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। আজ বুধবার বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। ফাইল ছবি।
advertisement
6/6
*আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬০-৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Monsoon 2025 Update: অবশেষে এল সুখবর...! বর্ষা ঢুকছে কবে? ঠিক কবে থেকে বাংলা ভিজবে স্বস্তির বৃষ্টিতে? দিনক্ষণ, তারিখ জানিয়ে দিল আবহাওয়া দফতর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল