TRENDING:

Weather: পশ্চিমী ঝঞ্ঝায় সব চৌপট! এবার উত্তুরে হাওয়া ঢুকবে, পুরু কুয়াশায় কমবে দৃশ্যমানতা, দেখুন বছর শেষের আবহাওয়ার আপডেট

Last Updated:
Weather: বর্ষশেষে অনেকটাই নামবে পারদ। বর্ষশেষের রাতে শীতের আমেজ বাড়বে অনেকটাই। কলকাতায় ১৪ ডিগ্রির আশেপাশে হবে তাপমাত্রা। জেলায় জেলায় ১০ ডিগ্রি বা তার নীচেও নেমে যেতে পারে তাপমাত্রা।
advertisement
1/9
পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে এবার হিমেল পরশ! ভোগাবে কুয়াশা, দেখে নিন বছর শেষের আবহাওয়া
অবশেষে শীতের দেখা মিলল কিঞ্চিৎ। রবিবার সকাল থেকে হিমেল পরশ। তাপমাত্রা অনেকটাই কমেছে বঙ্গে। বর্ষ বিদায়ের বেলায় কিছুটা নামবে পারদ। তবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কি রয়েছে? দেখে নিন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস।
advertisement
2/9
উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট। সোমবার থেকে দৃশ্যমানতা কমতে পারে ২০০ মিটারেরও নীচে। দার্জিলিংয়ের বেশি উচ্চতার পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে।
advertisement
3/9
বর্ষশেষে অনেকটাই নামবে পারদ। বর্ষশেষের রাতে শীতের আমেজ বাড়বে অনেকটাই। কলকাতায় ১৪ ডিগ্রির আশেপাশে হবে তাপমাত্রা। জেলায় জেলায় ১০ ডিগ্রি বা তার নীচেও নেমে যেতে পারে তাপমাত্রা।
advertisement
4/9
যদিও জাঁকিয়ে ঠান্ডার কামড় উত্তর ভারতে। শৈত্যপ্রবাহে নাজেহাল জনজীবন। বরফের চাদরে ঢাকা পড়েছে একাধিক রাজ্য। এই অবস্থায় বাংলায় কিন্তু জাঁকিয়ে শীতের পূর্বাভাস এখনও নেই।
advertisement
5/9
হাড়হিম করা ঠান্ডা এখনও নয়। তবে আবহাওয়া স্বাভাবিক হতে পারে নতুন বছরে, এমনই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। পর পর পশ্চিমী ঝঞ্ঝার ঠেলায় আটকে গিয়েছে উত্তুরে হাওয়া।
advertisement
6/9
সিকিম সংলগ্ন উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। শিলাবৃষ্টির সম্ভাবনা কালিম্পংয়ে। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি। বছরের শুরুতে শীতের আমেজ বাড়বে। তবে কনকনে ঠান্ডা বা জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম।
advertisement
7/9
সোমবার থেকে অবাধ উত্তুরে হাওয়ায় হিমেল পরশ রাজ্যে। তিন দিনে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পতন হতে পারে। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও কার্যত শীত উধাও কলকাতায়। সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
advertisement
8/9
বর্ষ শেষ বা বর্ষবরণে শীতের আমেজ কিছুটা ফিরতে পারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের দুই ডিগ্রি উপরে। বর্ষবরণে স্বাভাবিকের কাছে অর্থাৎ ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে কলকাতার পারদ।
advertisement
9/9
কলকাতার তাপমাত্রা: রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Weather: পশ্চিমী ঝঞ্ঝায় সব চৌপট! এবার উত্তুরে হাওয়া ঢুকবে, পুরু কুয়াশায় কমবে দৃশ্যমানতা, দেখুন বছর শেষের আবহাওয়ার আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল