Bengal Weather Update:আর কোনও বাধা নেই, এবার শুধুই শীত! ঠান্ডার মজা নিয়ে তৈরি থাকুন, ধাপে ধাপে হবে পারদ পতন
- Published by:Pooja Basu
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
কলকাতায় মূলত পরিষ্কার আকাশের পূর্বাভাস। সকালে হালকা কুয়াশা থাকবে। পরে পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যে শীতের আমেজ বাড়ছে।
advertisement
1/7

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজ্যজুড়েই শীতের আমেজ। উত্তরে কুয়াশার দাপট, দক্ষিণে পরিষ্কার আকাশ। উত্তরে আগামী সাতদিন শীতের স্পেল। তবে তাপমাত্রার বড়সড়ো পরিবর্তন আপাতত নেই।
advertisement
2/7
অবাধ উত্তর পশ্চিমের শীতল হাওয়ার চলাচল। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। উত্তর ব দক্ষিণে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উইকেন্ডে জমিয়ে শীতের আমেজ থাকছে। কলকাতা ও সংলগ্ন জেলাতে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা ঘোরফেরা করবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমে ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে আসবে।
advertisement
3/7
উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ। দার্জিলিঙে ৫ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে তাপমাত্রা। মালদায় ১৫ ডিগ্রির ঘরে পারদ। আগামী ৪/৫ দিন তাপমাত্রা একই রকম থাকবে।
advertisement
4/7
কুয়াশা কেটে গেলে পরিষ্কার আকাশের সম্ভাবনা থাকছে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দৃশ্যমানতা দু’এক জায়গায় ২০০ মিটার পর্যন্ত নামতে পারে। পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।
advertisement
5/7
কলকতায় উত্তর পশ্চিমের শীতল হাওয়ায় পারা-পতন হয়েছে কলকাতায়। আপাতত ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তাপমাত্রা। আগামী সাতদিনে তাপমাত্রা এরকমই থাকবে।
advertisement
6/7
কলকাতায় মূলত পরিষ্কার আকাশের পূর্বাভাস। সকালে হালকা কুয়াশা থাকবে। পরে পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যে শীতের আমেজ বাড়ছে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে।
advertisement
7/7
আজ, রবিবার, সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৮ থেকে ৮৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।