West Bengal Winter 2022|| হু হু করে নামছে পারদ, আজ থেকেই রাজ্যে শীতের আমেজ, নিম্নচাপের জেরে নামবে বৃষ্টিও
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
West Bengal Winter 2022: আজ শনিবার থেকেই রাজ্যে পারদ পতনের শুরু। রবিবার থেকে কলকাতাবাসীও শীতের আমেজ অনুভব করতে পারবে। অর্থাৎ সপ্তাহান্ত কাটবে শীতের আমেজে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
1/14

*শীতবিলাসীদের জন্য দারুণ খবর। আজ শনিবার থেকেই রাজ্যে পারদ পতনের শুরু। রবিবার থেকে কলকাতাবাসীও শীতের আমেজ অনুভব করতে পারবে। অর্থাৎ সপ্তাহান্ত কাটবে শীতের আমেজে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ছবিঃ সংগৃহীত।
advertisement
2/14
*ফলে আর দেরি নয়। আলমারি থেকে সময় হয়ে গিয়েছে হালকা চাদর-সোয়েটার নামানোর। শীতের পরশ গায়ে মেখে সপ্তাহান্তে ঘুরে আসতেঁ পারেন কোনও বিনোদন পার্ক, চিড়িয়াখানা বা বিড়লা প্ল্যানেটোরিয়াম বা জাদুঘরে। ছবিঃ সংগৃহীত।
advertisement
3/14
*হালকা শীতের ছোট্ট স্পেল পশ্চিমের জেলাগুলিতে। বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে দ্রুত নামবে পারদ। আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং এবং কালিম্পংয়ে। ছবিঃ সংগৃহীত।
advertisement
4/14
*রবিবার থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে কলকাতার পারদ। টানা ৪-৫ দিন ২০ ডিগ্রির নিচেই থাকবে কলকাতার তাপমাত্রাও। মাঝে দু-একদিন ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা। ছবিঃ সংগৃহীত।
advertisement
5/14
*সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে কলকাতায়। তবে বেলা বাড়লে সেই আমেজ উধাও হবে। আজ সকালে হালকা কুয়াশা রাজ্যের বিভিন্ন প্রান্তে। রবিবার পরিষ্কার থাকবে আকাশ, তার ফলে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। ছবিঃ সংগৃহীত।
advertisement
6/14
*আজ কাল থেকে পশ্চিমের জেলাগুলিতেও নামবে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই উত্তর-পশ্চিমের শীতল ও শুষ্ক আবহাওয়ার রাজ্যে। বিহার ও ঝাড়খণ্ডের দিকের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম থাকবে। ছবিঃ সংগৃহীত।
advertisement
7/14
*শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে জেলাগুলিতে তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং উত্তর দিনাজপুর ও মালদহের কিছু অংশে হালকা শীতের ছোট্ট স্পেল হতে পারে। দিনভর শীতের আমেজ থাকবে পশ্চিমের জেলাগুলিতে। ছবিঃ সংগৃহীত।
advertisement
8/14
*আজ সকালে বেশ কিছু জেলাতে তাপমাত্রা ও জলীয় বাষ্পের কারণে কুয়াশা বা শিশিরের দেখা মিলেছে। আজ থেকেই উত্তর-পশ্চিমে হাওয়াতে তাপমাত্রা কমতে শুরু করবে রাজ্যের বিভিন্ন জেলায়। কোথাও ২ ডিগ্রি, আবার কোথাও ৪ ডিগ্রি তাপমাত্রা কমবে তাপমাত্রা। ছবিঃ সংগৃহীত।
advertisement
9/14
*এ দিকে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। ১৬ নভেম্বর বুধবার এই নিম্নচাপ হতে পারে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের সংযোগস্থলে। এই নিম্নচাপ আর শক্তিশালী হয়ে তামিলনাডু ও পুদুচেরি উপকূলের দিকে যাবে। ছবিঃ সংগৃহীত।
advertisement
10/14
*আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আরেকটু কমে ২০.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪১ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। ছবিঃ সংগৃহীত।
advertisement
11/14
*ইতিমধ্যেই যে নিম্নচাপ তৈরি হয়েছিল দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সেটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব শ্রীলংকা উপকূলে। এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে প্রথমে তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলের দিকে যাবে আজ শনিবার সকালে, তারপর তামিলনাড়ু উপকূল পেরিয়ে এটি উত্তর পশ্চিম ও পশ্চিম দিকে অগ্রসর হয়ে কেরল উপকূলে দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য আরব সাগরের অবস্থান করবে রবিবার ১৩ নভেম্বর। ছবিঃ সংগৃহীত।
advertisement
12/14
*নিম্নচাপের প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালে প্রবল বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং কেরল ও মাহেতে। ১৪ নভেম্বর সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের এই এলাকায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ছবিঃ সংগৃহীত।
advertisement
13/14
*একটি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই পাস করছে উত্তর-পূর্ব ভারতের পার্বত্য এলাকা দিয়ে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা রবিবার ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে এবং এর প্রভাবে রবি ও সোমবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, উত্তর রাখান এবং হিমাচল প্রদেশের বেশ কিছু এলাকায়। ছবিঃ সংগৃহীত।
advertisement
14/14
*আগামী কয়েক দিনে উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা কমবে ৪ ডিগ্রি পর্যন্ত। তবে দু-দিন পর ফের তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। পূর্ব ভারতের রাজ্যগুলিতেও দুই থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। ছবিঃ সংগৃহীত।