TRENDING:

জাঁকিয়ে শীত কবে থেকে? রাজ্যে হিমেল আমেজের দারুণ আপডেট আবহাওয়া দফতরের, জানুন

Last Updated:
কলকাতায় পরিষ্কার আকাশ। তাপমাত্রা সামান্য বেড়ে ১৬ ডিগ্রির ঘরে। জমিয়ে শীতের আমেজ রবিবার।
advertisement
1/8
জাঁকিয়ে শীত কবে থেকে? রাজ্যে হিমেল আমেজের দারুণ আপডেট আবহাওয়া দফতরের, জানুন
শীত কবে থেকে? বাংলাবাসীর কাছে এখন এটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবহাওয়া দফতর শীত নিয়ে দারুণ খবর জানিয়ে দিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা। তার আগে নভেম্বরে ঠান্ডা আর নতুন করে বাড়বে না। বরং তাপমাত্রা সামান্য উর্ধ্বমুখী হতে পারে। তবে রাজ্যজুড়ে শীতের আমেজ চলবে। (বিশ্বজিৎ সাহা)
advertisement
2/8
রবিবার কলকাতায় পরিষ্কার আকাশ। তাপমাত্রা সামান্য বেড়ে ১৬ ডিগ্রির ঘরে থাকবে। জমিয়ে শীতের আমেজ পাওয়া যাবে। কলকাতায় আজ সর্বনিম্ন ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক। গতকাল ১৬.৭  ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল। (বিশ্বজিৎ সাহা)
advertisement
3/8
রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ সেলসিয়াস, যা স্বাভাবিকের এক ডিগ্রি নিচে। কলকাতার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৩ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৭ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। (বিশ্বজিৎ সাহা)
advertisement
4/8
অবাধ উত্তুরে হাওয়ায় রাজ্যে শীতের আমেজ থাকবে। কলকাতায় শীতের অনুভূতি কিছুটা কমবে। তবে তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। উত্তরবঙ্গে ও শীতের অনুকূল পরিস্থিতি তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে। (বিশ্বজিৎ সাহা)
advertisement
5/8
আগামী কয়েকদিন কলকাতায় স্বাভাবিকের কাছে তাপমাত্রা থাকবে। আর পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি নিচে। (বিশ্বজিৎ সাহা)
advertisement
6/8
পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম এই জেলাগুলিতে তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং বাকি জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। (বিশ্বজিৎ সাহা)
advertisement
7/8
এই মুহূর্তে সিনোপটিক সিচুয়েশন শীতের অনুকূল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে কোনও সিস্টেম নেই। দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। একটি আরব সাগরে, সেটি দক্ষিণ-পূর্ব আরবসাগর এলাকায়। অন্যটি বঙ্গোপসাগরে, যেটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরে অবস্থান করছে। (বিশ্বজিৎ সাহা)
advertisement
8/8
পূর্ব রাজস্থানে শৈত্যপ্রবাহ চলবে আরও ২৪ ঘন্টা। এ ছাড়া দেশের বেশিরভাগ অংশেই শীতের আমেজ। উত্তুরে হাওয়ায় শীত থাকবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস। এ ছাড়া কেরল কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে আগামী ৪/৫ দিন বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। (বিশ্বজিৎ সাহা)
বাংলা খবর/ছবি/কলকাতা/
জাঁকিয়ে শীত কবে থেকে? রাজ্যে হিমেল আমেজের দারুণ আপডেট আবহাওয়া দফতরের, জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল