West Bengal Weather Update: জাঁকিয়ে শীতের দেখা নেই রাজ্যে ! সব জেলাতেই কুয়াশা, কবে থেকে আরও নামতে পারে তাপমাত্রা ? জেনে নিন
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
আগামী দু’দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণের কোথাও তাপমাত্রার হেরফের হবে না। তার পরের তিন দিন রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। তার পরেই রাজ্যে জাঁকিয়ে পড়তে পারে ঠান্ডা। আজ, সোমবার রাজ্যের সব জেলা কুয়াশাচ্ছন্ন থাকবে।
advertisement
1/6

দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘দিতওয়া’ (DITWAH) উপকূলের কাছাকাছি অবস্থান করছে। সমুদ্র উপকূলেই শক্তি হারাবে এই ঘূর্ণিঝড়। স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিজ্ঞানীরা। এটি উত্তর দিকে এগিয়ে তামিলনাড়ু, পন্ডিচেরি উপকূলের খুব কাছাকাছি চলে এসেছে। ২০ থেকে ৪০ কিলোমিটার দূরত্ব রেখে স্থলভাগের পাশাপাশি সমুদ্রে এটি অবস্থান করবে। এর সরাসরি কোনও প্রভাব নেই বাংলায়। তবে হাওয়ার গতি পরিবর্তনে তাপমাত্রার তারতম্য শুরু হয়েছে।
advertisement
2/6
দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও একটু বেড়েছে। রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী দু-তিন দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে। দু-এক জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি নামতে পারে। স্বাভাবিক তাপমাত্রার কাছাকাছি থাকবে পারদ। হালকা শীতের আমেজ রয়েছে। সকালে ও রাতে হালকা শীতের অনুভূতি থাকবে। কলকাতায় ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। পশ্চিমের জেলাগুলিতে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে পারদ। মঙ্গলবারের পর ধীরে ধীরে নামবে পারদ। শুক্র ও শনিবার অর্থাৎ উইকেন্ডের দিকে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে ১১-১২ ডিগ্রি সেলসিয়াস হয়ে নেমে যেতে পারে পারদ।
advertisement
3/6
আগামী দু’দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণের কোথাও তাপমাত্রার হেরফের হবে না। তার পরের তিন দিন রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। তার পরেই রাজ্যে জাঁকিয়ে পড়তে পারে ঠান্ডা। আজ, সোমবার রাজ্যের সব জেলা কুয়াশাচ্ছন্ন থাকবে।
advertisement
4/6
তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের নীচের দিকের জেলা অর্থাৎ দুই দিনাজপুর ও মালদহতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সপ্তাহের মাঝামাঝি ফের কমবে তাপমাত্রা।
advertisement
5/6
কলকাতায় সকালে হালকা কুয়াশা থাকবে। ইতিমধ্যেই বেড়েছে রাতের তাপমাত্রা। স্বাভাবিকের উপরে রয়েছে পারদ। সকাল-সন্ধ্যায় শীতের আমেজ কিছুটা কমবে। দিনে উধাও শীতের আমেজ। মূলত পরিষ্কার আকাশ। কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে।সোমবার ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে কলকাতার পারদ। মঙ্গলবার থেকে তাপমাত্রা কমবে। এই সপ্তাহে শুক্র-শনিবার নাগাদ ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে কলকাতার পারদ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
6/6
স্বাভাবিকের কাছেই দিন ও রাতের তাপমাত্রা থাকবে। সোমবার পর্যন্ত ক্রমশ বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার থেকে ফের নিম্নমুখী পারদ। সকালে কুয়াশা/ধোঁয়াশা। পরে পরিষ্কার আকাশ। সামান্য বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এখন ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস।