Heavy Rain Alert Today: হাতে আর মাত্র দু’ঘণ্টা, আকাশভাঙা বৃষ্টি আসছে কলকাতা-সহ একাধিক জেলায়, জানুন আবহাওয়ার জরুরি খবর
- Published by:Teesta Barman
- local18
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Heavy Rain Alert Today: বজ্রবিদ্যুৎ-সহ হালকা এবং মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একই সময়ে বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
advertisement
1/6

কলকাতায় ফের বৃষ্টির সতর্কতা। তবে কলকাতা শহর ছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা ভাসতে চলেছে। আগামী দু’ঘণ্টায় কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টি আসবে।
advertisement
2/6
বজ্রবিদ্যুৎ-সহ হালকা এবং মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একই সময়ে বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
advertisement
3/6
আগামী দু’ঘণ্টায় মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর থেকে দক্ষিণ একাধিক জেলা ভিজছে বৃষ্টিতে।
advertisement
4/6
উত্তরবঙ্গে বৃষ্টির এই স্পেল চলবে রবিবার পর্যন্ত। আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির সতর্কতা উপরের দিকে জেলাগুলিতে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও পার্বত্য এলাকা-সহ উপরের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
advertisement
5/6
তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। রোদ উঠলেই বাড়বে তাপমাত্রা, সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
advertisement
6/6
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বৃষ্টিপাতের পরিমাণ ২৩.৬ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস।