TRENDING:

Asani Cyclone Update: 'অশনি' সংকেতের মাঝেই রাজ্যের এই জেলাগুলিতে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, জানুন আপডেট

Last Updated:
সাধারণ মানুষরদের সতর্ক ও ঘরের ভিতরে থাকার আবেদন করা হয়েছে। (Asani Cyclone Update)
advertisement
1/6
'অশনি' সংকেতের মাঝেই রাজ্যের এই জেলাগুলিতে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, আপডেট কী?
রবিবারই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে 'অশনি'। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস, সম্ভবত ভূপৃষ্ঠে আছড়ে পড়বে না সেই ঘূর্ণিঝড়। বরং ওড়িশা-অন্ধ্রপ্রদেশ বরাবর এগিয়ে যেতে থাকবে। তবে এর জেরে বাংলার আবহাওয়াতেও পড়বে প্রভাব। (Asani Cyclone Update) আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মালদহ ও মুর্শিদাবাদ জেলায় আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষরদের সতর্ক ও ঘরের ভিতরে থাকার আবেদন করা হয়েছে।
advertisement
2/6
উপকূলের সমান্তরালভাবে সমুদ্রেই এগোবে অশনি। আপাতত ল্যান্ডফলের কোনও সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে গতিপথ পরিবর্তন করছে অশনি। সমুদ্রে থেকে গতিপথ পরিবর্তন করার পরও শক্তি বাড়ছে না অশনির। উল্টে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। এই কারণেই উপকূলে আছড়ে পড়ার কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিজ্ঞানীরা। বরং শক্তি হারিয়ে সমুদ্রেই বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম দিকে এগোবে। সোমবার বিকেলে এর সর্বোচ্চ গতিবেগ ১০০ কিলোমিটার হতে পারে। মঙ্গলবার সকালে এটি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছবে। সেখানে হাওয়ার গতিবেগ ৬০-৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
advertisement
3/6
মঙ্গলবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এটি গতিপথ পরিবর্তন করবে। উত্তর-পশ্চিম গতিপথের বদলে এটি উত্তর-উত্তরপূর্ব দিকে এগোতে থাকবে। অর্থাৎ উত্তরঅন্ধ্র-দক্ষিণ ওড়িশা উপকূল ছেড়ে ক্রমশ উত্তর ওড়িশা উপকূলের দিকে এগোতে থাকবে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ছেড়ে ঘূর্ণিঝড় এগোবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে দিকে। উপকূলের সমান্তরালভাবে সমুদ্রেই এগোবে অশনি। গতিপথ পরিবর্তন করে যতই এগোবে এই ঘূর্ণিঝড়, ততই এর শক্তি ক্ষয় হবে। এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। বুধবার এর গতিবেগ ৯০ কিলোমিটার প্রতি ঘন্টায় হয়ে যেতে পারে।
advertisement
4/6
রবিবার দক্ষিণবঙ্গে এবং আগামিকাল উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা কিছুটা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে দক্ষিণবঙ্গে। সোমবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে দু-এক পশলা ভারী বৃষ্টি বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়া। অন্য জেলাতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
advertisement
5/6
উত্তরবঙ্গের ক্ষেত্রে এদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে।
advertisement
6/6
কলকাতায় রবিবার আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা সামান্য। তাপমাত্রা বাড়বে,আর্দ্রতা জনিত অস্বস্তিও বেশি থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ১° বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৫ থেকে ৮৯ শতাংশ। বৃষ্টি হয়েছে ১.৩ মিলিমিটার।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Asani Cyclone Update: 'অশনি' সংকেতের মাঝেই রাজ্যের এই জেলাগুলিতে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, জানুন আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল