West Bengal Weather Update I Heat Alert : হু হু করে বাড়বে তাপমাত্রা! ফের ৪০ ডিগ্রির দাবদাহের ধাক্কা দক্ষিণবঙ্গে, জুনে কেমন আবহাওয়া
- Published by:Teesta Barman
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
West Bengal Weather Update I Heat Alert : কলকাতার তাপমাত্রা আগামী বুধ ও বৃহস্পতিবারের মধ্যে ৩৮ থেকে ৩৯ ডিগ্রিতে পৌঁছে যাবে। ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা পেরিয়ে যাবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের মতো পশ্চিমের জেলাগুলিতে।
advertisement
1/11

দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া শুরু হবে। আজও বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও হবে।
advertisement
2/11
উত্তরবঙ্গে পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এই পাঁচ জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে আগামী কয়েক দিন।
advertisement
3/11
জুনের শুরুতেই গরম আবহাওয়া। আগামী কয়েক দিনে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে।
advertisement
4/11
কলকাতার তাপমাত্রা আগামী বুধ ও বৃহস্পতিবারের মধ্যে ৩৮ থেকে ৩৯ ডিগ্রিতে পৌঁছে যাবে। ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা পেরিয়ে যাবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের মতো পশ্চিমের জেলাগুলিতে। এখনই তাপপ্রবাহের সতর্কবার্তা না থাকলেও গরম হাওয়া অর্থাৎ লু-এর পরিস্থিতি তৈরি হবে।
advertisement
5/11
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে। আগামিকাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ। তবে পার্বত্য এলাকার জেলাগুলিতে হালকা বৃষ্টি চলবে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে আগামিকাল থেকে।
advertisement
6/11
দক্ষিণবঙ্গের ৩-৪ জেলায় আজও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং ঝাড়গ্রামে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা খুবই সামান্য। আগামিকাল থেকে বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ আরও কমবে। মঙ্গলবার থেকে শুকনো আবহাওয়া। শুকনো গরম বাড়বে। মঙ্গলবার থেকে পরবর্তী তিন চার দিনে অন্তত ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।
advertisement
7/11
মঙ্গলবার থেকে গরম ও অস্বস্তি দুই-ই বাড়বে। পরবর্তী তিন-চার দিনে চার ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমের জেলায় পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। কখনও পরিষ্কার আকাশ। বেলা বাড়লে গরম ও অস্বস্তি বাড়বে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
advertisement
8/11
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৫ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
9/11
পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসছে আজ, সোমবার ২৯ মে। এর প্রভাবে আবহাওয়ার পরিবর্তন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এবং সমতল এলাকায়। রাজস্থানের একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আর সেই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। আরও একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে তামিলনাড়ু পর্যন্ত।
advertisement
10/11
ভারী বৃষ্টির পূর্বাভাস এবং ঝোড়ো হাওয়া বইবে উত্তরপ্রদেশ ও রাজস্থানে। শিলা বৃষ্টি রাজস্থান। ভারী বৃষ্টি কেরল, কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকা ও সমতলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। আগামী ২৪ ঘণ্টায় দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।
advertisement
11/11
তাপমাত্রা বাড়বে পশ্চিম ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েক দিনে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে। মধ্য ভারতের রাজ্যগুলিতে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে দু-তিন দিন পর। আগামী ২৪ ঘণ্টায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে অন্ধ্রপ্রদেশে আনাম তামিলনাডু পণ্ডিচেরি করাই কালে।