West Bengal Weather Update: কলকাতায় ৪০ ডিগ্রি পেরিয়ে গেল পারদ ! সাত জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা, গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে আরও কতদিন?
- Published by:Siddhartha Sarkar
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
বাঁকুড়াতে ৪৪ ডিগ্রি পার তাপমাত্রা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় চরম তাপপ্রবাহের (Severe Heatwave) সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের ৷
advertisement
1/6

কলকাতায় ৪০ ডিগ্রি পেরিয়ে গেল পারদ। আজ, শনিবার ৪১ ডিগ্রি ছোঁয়ার সম্ভাবনা তাপমাত্রা। দক্ষিণবঙ্গের সাত জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা ! বাঁকুড়াতে ৪৪ ডিগ্রি পার তাপমাত্রা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় চরম তাপপ্রবাহের (সিভিয়ার হিট ওয়েভ) সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের ৷
advertisement
2/6
কলকাতা-সহ বাকি জেলাতেও তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। শনি ও রবিবার দক্ষিণবঙ্গ দাবদাহে জ্বলবে। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া। সিভিয়ার হিট ওয়েভ পরিস্থিতি ছয় জেলায়। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে না যেতে।
advertisement
3/6
চরম তাপপ্রবাহের সতর্কবার্তার মাঝেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সোমবার থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে। মঙ্গলবার সেই বৃষ্টি আরও একটু বাড়তে পারে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
4/6
আজ, অর্থাৎ শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে বৃষ্টি হবে শুধু দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায়। বৃষ্টি বাড়বে ২৩ এপ্রিল মঙ্গলবার। পাশাপাশি গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
advertisement
5/6
কলকাতায় তাপপ্রবাহ চলবে। শুকনো গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি ছুঁতে পারে। দিনভর গরম বাতাস ও লু বইবার সম্ভাবনা। রবিবার চরমে উঠবে আবহাওয়া; আশঙ্কা আবহাওয়া বিজ্ঞানীদের। আজ, শনিবার পরিষ্কার আকাশ। গরম ও অস্বস্তিতে কাটবে সারাদিন। সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ আবহাওয়া দফতরের।
advertisement
6/6
কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, অর্থাৎ শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২২ থেকে ৮৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।