West Bengal Weather Update: আজ কি ভিজতেই হবে? দিনের বিভিন্ন সময়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, রইল আজকের ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Weather Update: এছাড়াও তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে৷ কিন্তু ফিল লাইক তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মতো হবে৷
advertisement
1/9

জঘন্য প্যাচপ্যাচে গরমে নাজেহাল পশ্চিমবঙ্গের মানুষ৷ একেবারেই স্বস্তি নেই জনজীবনে৷ ঝমঝম করে বর্ষার বৃষ্টির মুখ একদিনও দেখেনি কলকাতাবাসী৷ কলকাতার ওয়েদার আপডেটে আজ দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর৷ Photo- Representative
advertisement
2/9
কলকাতার ওয়েদার আপডেটে আজ সকালে , বিকেলে এবং রাতে এলাকাভিত্তিক ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা জারি রয়েছে৷ Photo- Representative
advertisement
3/9
এছাড়াও তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে৷ কিন্তু ফিল লাইক তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মতো হবে৷ আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৯২ শতাংশ হবে৷ অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ি যাকে ডেঞ্জারাসলি হিউমিড বলা হবে৷ যার মানে ভয়ঙ্কর আর্দ্রতা ক্যাটাগরিতে ফেলা হবে৷ Photo- Representative
advertisement
4/9
আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। তাপমাত্রা কিছুটা বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। Photo- Representative
advertisement
5/9
উত্তর ও দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় হালকা মাঝারি বৃষ্টি। নিচের দিকের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। দক্ষিণবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। Photo- Representative
advertisement
6/9
তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণও বেশি রয়েছে তাই আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। একটানা বা ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। Photo- Representative
advertisement
7/9
মৌসুমী অক্ষরেখা জয়সলমের থেকে কোটা এবং গুনা হয়ে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার উপর দিয়ে ওড়িশার পুরী হয়ে একেবারে বঙ্গোপসাগরের পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়াও আরও একটি অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে উত্তর মধ্য আরব সাগর পর্যন্ত। Photo- Representative
advertisement
8/9
যে নিম্নচাপ ঝাড়খন্ড এলাকায় তৈরি হয়েছিল সেটি ক্রমশ ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের দিকে এগিয়ে গেছে। আবহাওয়াবিদরা মনে করছেন আগামী সপ্তাহের মাঝামাঝি আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। ওড়িশা উপকূলে সেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। Photo- Representative
advertisement
9/9
আগামী কয়েক দিন পশ্চিমের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বুধবার থেকে শুক্রবারের মধ্যে প্রবল বৃষ্টি হতে পারে মুম্বাই নগরীতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি কঙ্কন, গোয়া, গুজরাত এবং মহারাষ্ট্রের অন্যান্য এলাকায়। ভারী বৃষ্টি হতে পারে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এবং ওড়িশাতে। দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস। কেরল ও কর্নাটকে দুই - এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। Photo- Representative