TRENDING:

West Bengal Weather Update: পুজোর আনন্দে সঙ্গী বৃষ্টি, নবমী-দশমীতে ফের ভারী বৃষ্টির আশঙ্কা ! সপ্তমী ও অষ্টমীর দিন আবহাওয়া কেমন থাকবে?

Last Updated:
পুজোর মধ্যেই আবার নিম্নচাপ ! আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে ৩০ সেপ্টেম্বর। এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা ১ অক্টোবর, অর্থাৎ নবমীর দিন। নবমীর নিম্নচাপে পুজোর শেষ পর্যায়ে ভারী বৃষ্টি হবে। নবমীর রাতেই হাওয়া বদল !
advertisement
1/8
নবমী-দশমীতে ফের ভারী বৃষ্টির আশঙ্কা ! সপ্তমী ও অষ্টমীর দিন আবহাওয়া কেমন থাকবে?
আগামী দু’ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা। রাজ্যের সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ৷ কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এবং বাঁকুড়া জেলাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বইতে পারে বাতাস। আলিপুর আবহাওয়া দফতরের এমনটাই পূর্বাভাস ৷ (AI Generated Image)
advertisement
2/8
বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ৷ সোমবার, সপ্তমীর দিন থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে। নবমীতে ফের নিম্ন চাপের হাওয়া বদল। ভারী বৃষ্টির সম্ভাবনা দশমী এবং একাদশীতে। (AI Generated Image)
advertisement
3/8
পুজোর মধ্যেই আবার নিম্নচাপ! আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে ৩০ সেপ্টেম্বর। এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি সম্ভাবনা ১ অক্টোবর, অর্থাৎ নবমীর দিন। নবমীর নিম্নচাপে পুজোর শেষ পর্যায়ে ভারী বৃষ্টি হবে। নবমীর রাতেই হাওয়া বদল। দশমী ও একাদশী ভাসতে পারে কলকাতা-সহ বাংলার বেশ কিছু জেলা। একইসঙ্গে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের ১ অক্টোবর সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। বাংলা এবং ওড়িশায় মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
advertisement
4/8
আগামী পাঁচ থেকে সাত দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সেভাবে সম্ভাবনা নেই অষ্টমী পর্যন্ত। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।সোমবার সপ্তমী এবং মঙ্গলবার অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।
advertisement
5/8
মূলত আংশিক মেঘলা আকাশ এবং রৌদ্রজ্জ্বল আবহাওয়া। আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাতে পারে। নবমীর নিম্নচাপে কলকাতাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
advertisement
6/8
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।।উত্তরবঙ্গের ৫ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
7/8
সোমবার সপ্তমীতে বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও। মঙ্গলবার অষ্টমীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হবে স্থানীয়ভাবে। বুধবার নবমীতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে সব জেলাতে। দশমী এবং একাদশীতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার দশমীতে কয়েক জেলায়। একাদশী, অর্থাৎ শুক্রবার দার্জিলিং-সহ সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
8/8
কলকাতায় সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমতে পারে। সোমবার সপ্তমী এবং মঙ্গলবার অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা কলকাতায় প্রায় নেই বললেই চলে। বুধবার নবমীতে ফের বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। নবমীর রাতের পর বৃহস্পতিবার দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার একাদশীতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে ৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: পুজোর আনন্দে সঙ্গী বৃষ্টি, নবমী-দশমীতে ফের ভারী বৃষ্টির আশঙ্কা ! সপ্তমী ও অষ্টমীর দিন আবহাওয়া কেমন থাকবে?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল