West Bengal Weather Update: জোড়া ঘূর্ণাবর্ত...! হাতে রাখুন ছাতা, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গের 'এই' সব জেলায়
- Published by:Sayani Rana
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
West Bengal Weather Update: রাজ্যে বসন্তের সূচনা হয়েছে, কিন্তু হাওয়ায় রয়েছে হিমেল পরশ। সঙ্গে চলছে বৃষ্টির দাপট। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।
advertisement
1/16

রাজ্যে বসন্তের সূচনা হয়েছে, কিন্তু হাওয়ায় রয়েছে হিমেল পরশ। সঙ্গে চলছে বৃষ্টির দাপট। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।
advertisement
2/16
পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি জেলাতেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
3/16
উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। ছত্রিশগড়ের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তেলেঙ্গানায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত ।
advertisement
4/16
একটি পশ্চিমী ঝঞ্ঝা সোমবার ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। একটি ঘূর্ণাবর্ত অক্ষরেখা রয়েছে দক্ষিণ ভারতের তামিলনাড়ু থেকে তেলেঙ্গানা পর্যন্ত।
advertisement
5/16
আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। আজ উপকূলের জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কাল বৃষ্টি কিছুটা বাড়তে পারে পশ্চিমের জেলাগুলিতে।
advertisement
6/16
২৫ ফেব্রুয়ারি, রবিবার: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলাতেও। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও।
advertisement
7/16
২৬ ফেব্রুয়ারি, সোমবার: বজ্রবিদ্যু-সহ বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাতে বেশি থাকবে।
advertisement
8/16
২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার: আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
advertisement
9/16
উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং জেলার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি চলবে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
10/16
রবিবার দার্জিলিং ও কালিম্পং-এর কিছু এলাকায় দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রা ক্রমশ বাড়বে। বুধবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
advertisement
11/16
কলকাতা থাকবে আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি থাকবে। আজ বৃষ্টির সম্ভাবনা কম। আগামী দুই দিন শুষ্ক আবহাওয়া থাকবে। পাশাপাশি তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
advertisement
12/16
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম।
advertisement
13/16
বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩৯ থেকে ৭৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ২১ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
14/16
কেরালা ও দক্ষিণ ভারতের কিছু অংশে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার থাকবে। আগামী ২৪ ঘন্টায় আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশে বৃষ্টির পূর্বাভাস।
advertisement
15/16
বজ্রবিদ্যুৎ-সহ সম্ভাবনা হালকা ঝোড়ো হাওয়া। বৃষ্টির সম্ভাবনা বাংলা, ওড়িশা ও ঝাড়খণ্ডে মঙ্গলবার পর্যন্ত।
advertisement
16/16
উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। মধ্যপ্রদেশ, ছত্রিশগড়-সহ মধ্যভারতে শিলা বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে বুধবার পর্যন্ত।