West Bengal Weather Update: ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলার জেলায় জেলায়! ভিজবে কলকাতাও? ঝড়-বৃষ্টিপাতের বড় আপডেট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: হাওয়া অফিসের পূর্বাভাস জানাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আজও বেশি থাকবে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও।
advertisement
1/8

মঙ্গলে সকাল থেকেই শহরে ছিল মেঘমুক্ত নীলাকাশ। প্রাক-শরতের মেঘের ঘনঘটাও চোখে পড়েছিল কোথাও কোথাও। তবে বেলা বাড়তেই দক্ষিণবঙ্গের বহু এলাকায় আকাশে রাজত্ব করতে শুরু করেছে মেঘ বৃষ্টির লুকোচুরি। কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? ফের কী নামতে চলেছে অঝোরধারায় বৃষ্টি?
advertisement
2/8
হাওয়া অফিসের পূর্বাভাস জানাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আজও বেশি থাকবে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। যদিও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বরং দক্ষিণবঙ্গে আজ ও কাল বৃষ্টির পরিমাণ কমবে। বুধবার থেকে ফের নিয়মিতভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
3/8
মৌসুমী অক্ষরেখা এখন হিমালয়ের কাছাকাছি থাকায় বৃষ্টির পরিমাণ বাড়ছে উত্তরবঙ্গে। উপরের জেলাগুলোতে ভারী বৃষ্টি হয়েছে গলকালও। আজও সেই ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের নদীগুলোতে জলস্তর বেড়েছে। জলমগ্ন শিলিগুড়ি, জলপাইগুড়ির রাস্তাঘাট।
advertisement
4/8
আগামী চাঁর-পাচ দিন উত্তরের উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভবনা কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।
advertisement
5/8
ভারী বৃষ্টি হবে দার্জিলিং এবং কোচবিহার জেলায়। তাছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে। সেভাবে বৃষ্টি হবে না।
advertisement
6/8
আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই দক্ষিণে। বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি না হওয়ায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে দক্ষিণে। এর জেরে অস্বস্তিকর আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির জেরে গরম উধাও।
advertisement
7/8
বেলা বাড়লে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ইতঃস্তত -বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে৷ উষ্ণতা ও আপেক্ষিক আর্দ্রতার জেরে একেবারে নাজেহাল হবে দক্ষিণবঙ্গবাসীদের জীবন৷
advertisement
8/8
কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে মঙ্গলবার দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি এবং ২৭ ডিগ্রির কাছাকাছি থাকবে৷ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের ওপর থাকতে পারে।