West Bengal Weather Update: আন্দামানে ঘনীভূত ঘূর্ণাবর্ত, দু’দিনেই যা নিম্নচাপের রূপ নেবে, ঘূর্ণিঝড় কি তৈরি হবে?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: আজ, বৃহস্পতিবার দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। শুক্রবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে।
advertisement
1/5

আজ, বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে ৷ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। আগামিকাল, বৃহস্পতিবার থেকে দমকা হাওয়ার প্রভাব কমবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। Representative Image
advertisement
2/5
শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, বুধবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ ৷ বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে দুপুরে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
advertisement
3/5
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি নীচে। গতকাল, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি নীচে ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯০ শতাংশ।
advertisement
4/5
আজ দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। শুক্রবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে। মৎস্যজীবীদের বৃহস্পতিবার সন্ধের মধ্যে উপকূলে ফিরে আসার নির্দেশ। দক্ষিণ আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। সেখানে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে এটি উত্তর বঙ্গোপসাগরে এগোতে পারে।
advertisement
5/5
ঘূর্ণিঝড় হলে তার নাম হবে ‘অশনি’। আপাতত আবহাওয়াবিদরা মনে করছে এর অভিমুখ হতে পারে ওড়িশা উপকূল।