West Bengal Weather Update: পুজোর কার্নিভাল কি মাটি করবে বৃষ্টি? আবহাওয়ার বড় পূর্বাভাস! লেটেস্ট ওয়েদার আপডেট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: দশদিনের দুর্গোৎসব শেষ হলেও আজ শহরে রয়েছে পুজোর কার্নিভাল। শনিবার কলকাতার রেড রোডে হবে বর্ণাঢ্য কার্নিভাল। কিন্তু গত দু'দিনের ও পুজোর কয়েকদিনের অভিজ্ঞতা বলছে বৃষ্টি পিছু ছাড়ছে না বাংলার। এই অবস্থায় আজ কী পূর্বাভাস আবহাওয়ার?
advertisement
1/7

দশদিনের দুর্গোৎসব শেষ হলেও আজ শহরে রয়েছে পুজোর কার্নিভাল। দেশ বিদেশের মানুষ আসবেন এই বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে। এমনিতে বিজয় দশমীর পরেও প্রতিমা রয়েছে শহরের একাধিক মণ্ডপে। সেই সব প্রতিমা নিয়েই আজ শনিবার কলকাতার রেড রোডে হবে বর্ণাঢ্য কার্নিভাল। কিন্তু গত দু'দিনের ও পুজোর কয়েকদিনের অভিজ্ঞতা বলছে বৃষ্টি পিছু ছাড়ছে না বাংলার। এই অবস্থায় আজ কী পূর্বাভাস আবহাওয়ার?
advertisement
2/7
বৃষ্টি কি কার্নিভালের উৎসবের মেজাজে কাটা ছড়াবে? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। শুধু আজ নয়, আগামী তিন চারদিনও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না বলে খবর আবহাওয়া দফতর সূত্রে ৷
advertisement
3/7
কার্নিভালই শুধু নয় রবিবার লক্ষীপুজোতেও বৃষ্টি হওয়ার প্রভূত সম্ভাবনা। ঝড় বৃষ্টির বেশি আশংকা দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাকুড়া, পুরুলিয়ায়। পশ্চিমের জেলাগুলিতে রবিবারের পর বৃষ্টি বাড়বে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস৷
advertisement
4/7
তবে গত বেশ কয়েকদিন ধরেই বর্ষার বিদায়ের ইঙ্গিত মিলছে আবহাওয়া দফতর। বর্ষা পুরোপুরি বিদায় নিলে হেমন্তকালের উপস্থিতি বাতাসে অনুভূত হবে। ইতিমধ্যেই ভোরের দিকে বাতাসে হিমের পরশ পাওয়া যাচ্ছে। আকাশে পেজা তুলোর মত মেঘের ভিড়। একটা নরম আবহে বৃষ্টি সত্যিই বেমানান।
advertisement
5/7
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রিতে পৌঁছবে। এমনকী ভ্যাপসা গরম সাময়িক ভাবে ফিরতে পারে।
advertisement
6/7
শুক্রবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আদ্রতা ৯৩ শতাংশ। শনিবার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে থাকবে।
advertisement
7/7
*দক্ষিণবঙ্গে আগামী ৩-৪ দিন মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর এবং বীরভূমে৷ কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই আগামী দশমী পর্যন্ত। অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। প্রতীকী ফাইল ছবি।