West Bengal Weather Update: দু-তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ ও বৃষ্টিপাত দক্ষিণের দুই জেলায়! ঝড়-বৃষ্টি উত্তরবঙ্গের জেলায় জেলায়! জানুন রাজ্যের আবহাওয়া আপডেট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে।
advertisement
1/10

প্যাঁচপ্যাঁচে গরমে নাজেহাল বঙ্গবাসী। হাঁসফাঁস অবস্থা গোটা রাজ্যেই। তবে এরইমধ্যে এল হাওয়া অফিসের সুখবর। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দু-তিন ঘন্টার মধ্যেই।
advertisement
2/10
এছাড়াও বৃষ্টি হবে প্রায় গোটা উত্তরবঙ্গ জুড়েই। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, দক্ষিণ ও উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে। দিনভর অব্যাহত থাকতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি এই জেলাগুলিতে।
advertisement
3/10
বজ্রপাতের সময় লোকজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। সতর্ক করা হয়েছে জেলাগুলিকে।
advertisement
4/10
উল্লেখ্য, এই মরশুমের গত কয়েকদিনে লাগাতার বৃষ্টিতে স্বস্তিতে কেটেছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসীর৷ তবে যেই দু -তিন ধরে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে তাতেই ফের একবারে দুঃসহ আবহাওয়া।
advertisement
5/10
আজকের ওয়েদার আপডেটেও সেভাবে স্বস্তির পূর্বাভাস নেই৷ বুধবারও সারাদিন তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে নাজেহাল হবে জীবন৷
advertisement
6/10
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। বুধবারের পর বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা আরও একটু কমবে।
advertisement
7/10
কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশ অংশত মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভবনা দিনের প্রথমভাগে প্রায় নেই বললেই চলে, বেলা বাড়লে পরের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার পূ্র্বাভাস রয়েছে৷
advertisement
8/10
বৃহস্পতিবার অতিভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে আলিপুরদুয়ার জেলায় উত্তরবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভবনা।
advertisement
9/10
মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায়। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় একটি অক্ষরেখা রয়েছে। যেটি দক্ষিণ বঙ্গোপসাগর থেকে অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকার ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে।
advertisement
10/10
আগামী দুই -তিন দিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির সম্ভবনা। অরুণাচল প্রদেশ ,অসম ,মেঘালয়ে আগামী কয়েক দিন অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যে। আগামী তিন চার দিন সিকিম ও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা।