TRENDING:

West Bengal Weather Update: কোথাও বৃষ্টি-কোথাও তুষারপাত, কলকাতাতেও শীতের নয়া রেকর্ড! আবহাওয়ার বড় আপডেট

Last Updated:
West Bengal Weather Update: আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টি হতে পারে আগামী বুধবার।
advertisement
1/8
কোথাও বৃষ্টি-কোথাও তুষারপাত, কলকাতাতেও শীতের নয়া রেকর্ড! আবহাওয়ার বড় আপডেট
গত কয়েকদিন ছিল শীতের হাওয়ায় লাগল কাঁপন। আর গত ৫৪ বছরের রেকর্ড ভেঙে উষ্ণতম জানুয়ারি চলে এল শনিবারই। মাঘের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস কলকাতায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টি হতে পারে আগামী বুধবার।
advertisement
2/8
তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আগামী সপ্তাহে নেই। মাঘের প্রথম সপ্তাহ উষ্ণই কাটবে। শক্তিশালী উচ্চ চাপ বলয় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। উত্তুরে হাওয়া আটকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে । আপাতত এই পরিস্থিতি বদলের সম্ভাবনা কম।
advertisement
3/8
সোমবার থেকে সামান্য পারাপতন। কলকাতায় ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামবে পারদ। বুধবার আবার তা বেড়ে যাবে। বুধবার কলকাতা-সহ উপকূলের জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস।
advertisement
4/8
আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, ১৯৫৯ সালের পর থেকে এ পর্যন্ত ডিসেম্বরের ১৪ জানুয়ারি তারিখ হিসেবে ধরলে এত তাপমাত্রা আর আগে ওঠেনি। সর্বনিম্ন তাপমাত্রায় এটা গত ৫৪ বছরে রেকর্ড।
advertisement
5/8
১ জানুয়ারি থেকে ১৫ই জানুয়ারির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড এর আগে রয়েছে ২০১৫ সালে। উচ্চচাপ বলয় সম্পূর্ণ নষ্ট না হলে বঙ্গে আর কোনও শীতের স্পেল অধরাই থেকে যাবে এই মরশুমে। তবে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলায় শীতের আমেজ থেকে যাবে।
advertisement
6/8
দার্জিলিংয়ে তুষারপাতের সুখবর শুনিয়েছে আবহাওয়া দফতর। সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পৌষ সংক্রান্তিতে দার্জিলিং পাহাড়ে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার দার্জিলিং সংলগ্ন উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
7/8
তুষারপাতের খবর শুনেই পর্যটকদের অনেকের মনই এখন পাহাড় পাহাড় করছে। দার্জিলিংয়ে তুষারপাত মানেই পর্যটকদের কাছে বাড়তি পাওনা। এ দিকে শীতে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা একাধিকবার দেখা দিয়েছিল।
advertisement
8/8
ঝকঝকে রোদে দু'চোখ ভরে গত কয়েকদিন ধরেই কাঞ্চনজঙ্ঘা দেখছেন পর্যটকরা। তবে এ বার কি তুষারপাতের সেই আনন্দ উপভোগ করতে পারবেন পর্যটকরা? প্রশ্ন তুলে দিচ্ছে আবহাওয়া দফতরের পূর্বাভাস।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: কোথাও বৃষ্টি-কোথাও তুষারপাত, কলকাতাতেও শীতের নয়া রেকর্ড! আবহাওয়ার বড় আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল