TRENDING:

West Bengal Weather: শুধু আমেজ নয়, বাংলায় জাঁকিয়ে শীত আসলে কবে? হাওয়া অফিস বলছে...

Last Updated:
West Bengal Weather: আবহাওয়া দফতরও জানাচ্ছে, জমিয়ে শীতের মজা উপভোগ করার জন্য আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে৷
advertisement
1/5
শুধু আমেজ নয়, বাংলায় জাঁকিয়ে শীত আসলে কবে? হাওয়া অফিস বলছে...
#কলকাতা: ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চললেও এখনও শীতের আমেজেই সন্তুষ্ট থাকতে হচ্ছে বঙ্গবাসীকে৷ আবহাওয়া দফতরও জানাচ্ছে, জমিয়ে শীতের মজা উপভোগ করার জন্য আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে৷
advertisement
2/5
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার উত্তর পশ্চিম ভারতে ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে৷ আর এর ফলেই জম্মু- কাশ্মীর, হিমাচল প্রদেশের মতো রাজ্যগুলিতে তুষারপাত হওয়ার কথা রয়েছে৷ এই পশ্চিমী ঝঞ্ঝার আংশিক প্রভাবে এ রাজ্যেও পড়বে বলে জানা যাচ্ছে৷ ফলে মঙ্গলবারের পরে দু' তিন দিন সেভাবে তাপমাত্রা কমবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷
advertisement
3/5
আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলেই রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে৷ আগামী সপ্তাহের শেষ দিকে বা তার পরের সপ্তাহের শুরু থেকেই রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের৷
advertisement
4/5
সকালের দিকে অবশ্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে৷ আগামী কয়েকদিনেও দক্ষিণ বা উত্তরবঙ্গের কোনও জায়গাতেই কুয়াশার খুব একটা সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস ৷ তবে, রাজ্যে শীত পড়ার অনুকূল পরিবেশ রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস৷
advertisement
5/5
অবশ্য শনিবার মধ্যরাত থেকেই রাজ্যে তাপমাত্রা নামার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। ৩-৪ ডিগ্রি মতো তাপমাত্রা নামতে পারে বলে জানা যাচ্ছে। ফলে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এসে ঠান্ডা আবহাওয়া উপভোগ করতে পারেন বঙ্গবাসী। গত সপ্তাহে নিম্নচাপের জেরে তাপমাত্রা একলাফে অনেকটা বেড়ে গিয়েছিল।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather: শুধু আমেজ নয়, বাংলায় জাঁকিয়ে শীত আসলে কবে? হাওয়া অফিস বলছে...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল