West Bengal Weather Update: গরম থেকে রেহাই দিতে বাংলায় আসছে বৃষ্টি! কোন কোন জেলায়, জানুন Latest Update
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: কলকাতা ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। দখিনা বাতাসে ভর করে জলীয়বাষ্প ঢুকছে।
advertisement
1/5

দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সর্তকতা। জলপাইগুড়ি কোচবিহার ও কালিম্পং মাঝারি বৃষ্টি। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের হালকা বৃষ্টির সম্ভাবনা।
advertisement
2/5
আগামী তিন থেকে চারদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কলকাতা ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। দখিনা বাতাসে ভর করে জলীয়বাষ্প ঢুকছে। তাই তাপমাত্রা বেশি না হলেও আর্দ্রতা জনিত অস্বস্তি কিছুটা থাকবে। বিকেলের পর দখিনা বাতাস বইছে ফলে গরম কম অনুভূত হবে।
advertisement
3/5
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ১ ডিগ্রি উপরে ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের ২ ডিগ্রি নিচে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৮৯%।
advertisement
4/5
মধ্য ভারত ও উত্তর-পশ্চিম ভারতে তাপ-প্রবাহের সর্তকতা। ঝেঁপে বৃষ্টি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বিকেলের পর দখিনা বাতাস বইছে ফলে গরম কম অনুভূত হবে।সপ্তাহভর উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুক্রবার পর্যন্ত।
advertisement
5/5
দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। মূলত আংশিক মেঘলা আকাশ উপকূলীয় জেলাগুলোতে মেঘলা আকাশের সম্ভাবনা বেশি। রাতে ও সকালে হালকা হাওয়ার সম্ভাবনা।