Cyclonic Circulation: অসমে ঘূর্ণাবর্ত, বাংলার কপালে হঠাৎই আবহাওয়ার ভোলবদল, নাভিশ্বাস জনতার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গে৷ অন্যদিকে দক্ষিণবঙ্গেও হাল খারাপ হবে বাসিন্দাদের৷ উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জেরে নাভিঃশ্বাস উঠবে৷
advertisement
1/8

: অসমের পশ্চিম দিকে বিস্তৃত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন৷ লোয়ার ট্রপোস্ফিয়ার স্তর দিয়ে সেটি রয়েছে অন্যদিকে মৌসুমী অক্ষরেখা উত্তর প্রদেশের বরেলি থেকে গোরক্ষপুর এবং বিহারের পটনার ওপর দিয়ে এ রাজ্যের শান্তিনিকেতন ও কাঁথির উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
advertisement
2/8
আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গে৷ অন্যদিকে দক্ষিণবঙ্গেও হাল খারাপ হবে বাসিন্দাদের৷ উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জেরে নাভিঃশ্বাস উঠবে৷
advertisement
3/8
হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর জেলায়। সোমবার থেকে ৪/৫ দিনের মধ্যে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে ওয়েদার আপডেটে জানিয়েছেন আইএমডি কলকাতা৷ তাপমাত্রার সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।
advertisement
4/8
অ্যাকুওয়েদারের কলকাতার ওয়েদার আপডেটে জানা যাচ্ছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮২ শতাংশ৷ ফিল লাইক তাপমাত্রা সর্বোচ্চ অনুভূত হবে ৪২ ডিগ্রি সেলসিয়াস৷
advertisement
5/8
দক্ষিণবঙ্গের হাওড়া, কলকাতা, হুগলি বৃষ্টি শূন্য থাকবে৷ এছাড়া পশ্চিমের সমস্ত জেলা, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান কোথাও বৃষ্টি হবে না৷ বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। আজ রাজ্যজুড়ে আংশিক মেঘলা আকাশ। উত্তরবঙ্গে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্র-বিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
6/8
দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এমনকি বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে৷ আগামী কয়েক দিনের তাপমাত্রা বাড়বে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
advertisement
7/8
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত অনেকটাই কমে যাবে সোমবার থেকে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম। বজ্র-বিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘণ্টায়। তাপমাত্রা বাড়তে পারে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
advertisement
8/8
এদিকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি অরুণাচলপ্রদেশ,অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ত্রিপুরাতে ভারী বৃষ্টি হবে। কোঙ্কন গোয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল এবং ওড়িশাতে। ভারতের বেশিরভাগ জায়গা থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে।