TRENDING:

West Bengal Weather Update: ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর ও দক্ষিণবঙ্গে, বর্ষা কি এবার বিদায় নিচ্ছে?

Last Updated:
উত্তরবঙ্গে আজ, বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। ভারী বৃষ্টির আর কোনও সতর্কবার্তা নেই। আংশিক মেঘলা আকাশ। আজ স্থানীয়স্তরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। এই বৃষ্টিও কিছু এলাকার কিছু অংশে সামান্য সময়ের জন্য হতে পারে।
advertisement
1/6
ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর ও দক্ষিণবঙ্গে, বর্ষা কি এবার বিদায় নিচ্ছে?
দুর্যোগের সম্ভাবনা কেটেছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ— দুই বঙ্গেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে বিক্ষিপ্ত ভাবে। দক্ষিণেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়ায় ঝড়-বৃষ্টির হলুদ সতকর্তা জারি করা হয়েছে। আরব সাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ, পশ্চিমি ঝঞ্ঝার কারণে বর্ষা বিদায়ের প্রক্রিয়া থমকে গিয়েছিল পশ্চিম ভারতে। এখন সেই প্রক্রিয়াই আবার শুরু হতে চলেছে।
advertisement
2/6
উত্তরবঙ্গে আজ, বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। ভারী বৃষ্টির আর কোনও সতর্কবার্তা নেই। আংশিক মেঘলা আকাশ। আজ স্থানীয়স্তরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। এই বৃষ্টিও কিছু এলাকার কিছু অংশে সামান্য সময়ের জন্য হতে পারে। ক্রমশ কমবে সেই বৃষ্টির সম্ভাবনাও। উইকেন্ডে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে। আরো কমবে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে বৃষ্টির সতর্কতা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি বেগে দমকা বাতাস বইতে পারে। বৃহস্পতিবার ৭ জেলায় এবং শুক্রবার আট জেলায় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ।
advertisement
3/6
১৫ দিন এক জায়গায় থমকে বর্ষা বিদায় রেখা। বর্ষা বিদায় রেখার অবস্থান গুজরাতের ভিরাবল থেকে উজ্জয়ন ঝাঁসি হয়ে উত্তরপ্রদেশের শাহজাহানপুর পর্যন্ত বর্ষা বিদায় রেখা থমকে আছে। আগামী দু-তিন দিনের মধ্যে বর্ষা গুজরাতের বাকি অংশ থেকে বিদায় নিতে পারে। মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আগামী ৩ দিনের মধ্যেই বর্ষা বিদায় নিতে পারে এই এলাকা থেকে।
advertisement
4/6
বাংলাদেশের ঘূর্ণাবর্ত শক্তি হারাচ্ছে। এর ফলে আজ দক্ষিণবঙ্গে গতকাল, বুধবারের তুলনায় পরিস্থিতির উন্নতি থাকবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামিকাল, শুক্রবার ফের মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা বাড়বে কারণ নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা শুক্রবার।
advertisement
5/6
কলকাতায় আজ, বৃহস্পতিবার কখনও রোদ্দুর আবহাওয়া আবার কখনও আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। আগামিকাল, শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কখনও মেঘলা আকাশ আবার কখনও আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। শনিবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমতে থাকবে।
advertisement
6/6
শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। কলকাতায় আজ, বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৬ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ১৪ মিলিমিটার ৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর ও দক্ষিণবঙ্গে, বর্ষা কি এবার বিদায় নিচ্ছে?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল