West Bengal Weather Update: ঘূর্ণাবর্ত, সক্রিয় মৌসুমী অক্ষরেখা, জোড়া ফলায় তোলপাড় করা বৃষ্টি বঙ্গে, রইল মেগা ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: পশ্চিমবঙ্গ ওয়েদার আপডেটে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র শুধুমাত্র বৃষ্টি৷
advertisement
1/13

একদিকে ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখা ফের বঙ্গ জুড়ে তোলপাড় করা বৃষ্টির পূর্বাভাস৷ শুক্রবার সন্ধ্যা থেকেই কলকাতা ওয়েদার আপডেটে বড়সড় বদল দেখেছে দক্ষিণবঙ্গবাসী৷ কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলায় শুরু হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি৷
advertisement
2/13
এই বৃষ্টি এই সপ্তাহে আরও বৃদ্ধি পাবে৷ আইএমডি ওয়েদার আপডেট অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশের উপর বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্ত৷ আর বাংলাদেশের উপর দিয়েই বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা৷ এই দুইয়ের প্রভাবেই তোলপাড় করা বৃষ্টি বঙ্গে৷
advertisement
3/13
হিমালয় পাদদেশ দিয়ে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে৷ মৌসুমী অক্ষরেখার পশ্চিম ভাগ হিমালয় পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থিত। পূর্বের অংশ গোরখপুর ও ভাগলপুর থেকে মালদহ হয়ে পূর্ব দিকে মনিপুর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত। সিকিম ও উত্তরবঙ্গ থেকে একটি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
advertisement
4/13
কলকাতায় আজও দিনের বিভিন্ন সময়ে ইতঃস্তত বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে৷ অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ি আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷
advertisement
5/13
আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৪ শতাংশ৷ এর ফলে ফের আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে৷ ফলে ফিল লাইক তাপমাত্রার সর্বোচ্চ অনুভূতি হবে ৪৪ ডিগ্রি সেলসিয়াস৷
advertisement
6/13
পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেটে রাজ্য জুড়েই আগামী কয়েক দিন মেঘলা আকাশের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে এখনও ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি থাকবে৷ দক্ষিণবঙ্গে উপকূলে ভারী বৃষ্টি।
advertisement
7/13
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই ভারী বৃষ্টি হচ্ছে৷ তবে বুধবার থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস জারি রয়েছে৷ বজ্র-বিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি প্রায় সব জেলাতেই। ১৫ অগাস্ট এর পর বৃষ্টি কমবে উত্তরবঙ্গে, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
advertisement
8/13
উত্তরবঙ্গে ২৪ ঘণ্টা ভারী বৃষ্টি। উত্তরবঙ্গের ওপরের দিকে পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মালদহ ও উত্তর দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টি।
advertisement
9/13
দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বজ্র-বিদ্যুৎ- সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে।
advertisement
10/13
বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, কলকাতা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।
advertisement
11/13
১৫ অগাস্টের পর বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে বুধ এবং বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
12/13
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম রয়েছে৷ সর্বোচ্চ তাপমাত্রা ৩.১ ডিগ্রি সেলসিয়াস- ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম রয়েছে৷
advertisement
13/13
পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস- ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম রয়েছে৷