TRENDING:

West Bengal Weather Update: বর্ষার বিদায় পর্ব শুরু হল দেশে, পুজোয় কি বর্ষা থাকছে বাংলায় ?

Last Updated:
নির্ধারিত সময়ের তিনদিন পরে বর্ষা বিদায় নেওয়া শুরু করল দেশের উত্তর-পশ্চিম অংশ থেকে। অক্টোবরের মাঝামাঝি বর্ষা বিদায় নেয় বাংলায়। এ বছর অক্টোবরের শুরুতেই দুর্গাপুজো।
advertisement
1/5
বর্ষার বিদায় পর্ব শুরু হল দেশে, পুজোয় কি বর্ষা থাকছে বাংলায় ?
বর্ষা বিদায় পর্ব শুরু হল দেশে। গতকাল, মঙ্গলবার রাজস্থানের একাংশ থেকে বিদায় নিয়েছে বর্ষা। নির্ধারিত সময়ের তিনদিন পরে বর্ষা বিদায় নেওয়া শুরু করল দেশের উত্তর-পশ্চিম অংশ থেকে। অক্টোবরের মাঝামাঝি বর্ষা বিদায় নেয় বাংলায়। এ বছর অক্টোবরের শুরুতেই দুর্গাপুজো। তাই পুজোতে বর্ষা থাকছে বাংলায়। আগামী কয়েক দিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত ৩-৪ দিনে নেই বাংলায়। Story: Biswajit Saha
advertisement
2/5
আগামিকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তাপমাত্রা কিছুটা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও ক্রমশ বাড়বে। কলকাতায় আজ, বুধবার আংশিক মেঘলা আকাশ। কখনও মূলত মেঘলা আকাশ। দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি রয়েছে তাই অস্বস্তি থাকতে পারে। আজ, বুধবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৩ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১২.১ মিলিমিটার।
advertisement
3/5
দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগামিকাল, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে আবার শনিবার অর্থাৎ সপ্তাহের শেষে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে।
advertisement
4/5
বর্ষা বিদায় পর্ব শুরু হল দেশ থেকে। দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং কচ্ছ এলাকায় গতকাল অর্থাৎ ২০ সেপ্টেম্বর মঙ্গলবার বর্ষা বিদায় নেওয়া শুরু করল। উত্তর-পশ্চিম ভারতের এই এলাকা থেকে ১৭ সেপ্টেম্বর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে যাওয়ার স্বাভাবিক দিন। তার থেকে তিন দিন পরে সরল বর্ষা। অর্থাৎ দেশ থেকে বর্ষা বিদায় পর্ব একটু দেরিতে শুরু হল। বর্ষার বিদায় রেখা এই মুহূর্তে খাজুয়ালা, বিকানের, যোধপুর ও নালিয়ার ওপর দিয়ে রয়েছে। আগামী তিন চার দিনের মধ্যে রাজস্থানের পশ্চিমাংশ চন্ডিগড়, পঞ্জাব, হরিয়ানা এবং দিল্লি থেকে বর্ষা বিদায় নিতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। তবে বাংলা থেকে বর্ষা বিদায় পর্ব এখনই নয়। স্বাভাবিক নিয়মে বাংলা থেকে বর্ষা বিদায় নেয় অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে।
advertisement
5/5
১২ অক্টোবর উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে একসঙ্গে বর্ষা বিদায় পর্ব শুরু হওয়ার কথা। তবে স্বাভাবিক দিনের দিন দিন পিছিয়ে বর্ষা বিদায় নেওয়া শুরু করল ৷ অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি এবার বর্ষা বিদায় নিতে পারে বাংলা থেকে। সে ক্ষেত্রে ১ অক্টোবর শুরু হয়ে যাচ্ছে দুর্গাপূজার মূল অনুষ্ঠান। তার আগে মহালয়া সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। অর্থাৎ দুর্গাপূজার মূল অনুষ্ঠান সবই রয়েছে বর্ষার মধ্যেই। তাই এবারের পূজোয় বর্ষাসঙ্গী হচ্ছে পুজোর। বাংলা ও ওড়িশা উপকূলের নিম্নচাপটি ওর সাথে ঢুকে অনেকটা সরে গিয়েছে। স্থলভাগে এই মুহূর্তে উত্তর-পশ্চিম ওড়িশা ও সংলগ্ন ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে নিম্নচাপ। এই নিম্নচাপ থেকে একটি অক্ষরেখা দক্ষিণ-পশ্চিম উত্তর প্রদেশ পর্যন্ত বিস্তৃত। যে অক্ষরেখাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহারের ওপর দিয়ে গিয়েছে। এ ছাড়াও মধ্য উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী কয়েক দিন ওড়িশা, উত্তর প্রদেশ, উত্তরখণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অসম, মেঘালয়, অরুনাচল প্রদেশ-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: বর্ষার বিদায় পর্ব শুরু হল দেশে, পুজোয় কি বর্ষা থাকছে বাংলায় ?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল