West Bengal Weather Update: ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া! সঙ্গে বৃষ্টি! আগামী ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে আবহাওয়ার বড় আপডেট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ তৈরি হবে। শক্তিশালী হয়ে নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম অর্থাৎ ওড়িশা অভিমুখে যাবে।
advertisement
1/6

ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ তৈরি হবে। শক্তিশালী হয়ে নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম অর্থাৎ ওড়িশা অভিমুখে যাবে।
advertisement
2/6
এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকে সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত মেঘলা আকাশ এবং উপকূলের জেলাতে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে আবহাওয়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দফতর।
advertisement
3/6
মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে ( রেড ওয়ার্নিং)। শনিবার থেকে সোমবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে মাছ ধরছেন তাদের আজ শুক্রবার রাতের মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
4/6
পর্যটকদের জন্যও সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। রবি ও সোমবার পর্যটকদের সমুদ্রের ধারে যেতে এবং সমুদ্র স্নানে নিয়ন্ত্রণের নির্দেশ পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনকে। সমুদ্র উপকূলে বিনোদনমূলক কাজকর্ম থেকে বিরত থাকতে পরামর্শ আবহাওয়া দফতরের।
advertisement
5/6
দক্ষিণবঙ্গের উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই চার জেলার কিছু কিছু এলাকায় রবিবার ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূল সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
6/6
সমুদ্র উপকূলে দমকা ঝোড়ো হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমুদ্রের কাছাকাছি উপকূলের অংশে শনিবার ৩০ থেকে ৪০ কিলোমিটার এবং রবি ও সোমবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।