West Bengal Weather Update: দু-এক ঘণ্টায় ঝড়জলে ভাসবে কলকাতা! পশ্চিমবঙ্গের বাকি জেলার আবহাওয়ার পূর্বাভাস কি? লেটেস্ট ওয়েদার আপডেট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
কলকাতার আবহাওয়ার বড় আপডেট শোনালো আলিপুর আবহাওয়া দফতর। দুর্গাপুজো শেষ হলেও এখনই কাটছে না বৃষ্টি ও ঝড়ের দুর্যোগ৷
advertisement
1/13

কলকাতার আবহাওয়ার বড় আপডেট শোনালো আলিপুর আবহাওয়া দফতর। দুর্গাপুজো শেষ হলেও এখনই কাটছে না বৃষ্টি ও ঝড়ের দুর্যোগ৷ হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে।
advertisement
2/13
দক্ষিণবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ও তাপমাত্রা দুটোই বাড়বে।
advertisement
3/13
এদিন সকাল থেকেই কলকাতায় ছিল আংশিক মেঘলা আকাশ। তবে আর কিছুক্ষণের মধ্যেই হালকা থেকে মাঝারিমাপের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করেছে আলিপুর।
advertisement
4/13
তবে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
5/13
শুক্রবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৪ থেকে ৯৩ শতাংশ। বৃষ্টি হয়েছে ১.৪ মিলিমিটার।
advertisement
6/13
অন্যদিকে দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে শর্ট স্পেলে কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।
advertisement
7/13
আগামিকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে তবে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি চলবে। আগামী ৪/৫ দিন এরকমই পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ক্রমশ তাপমাত্রা সামান্য বাড়বে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
advertisement
8/13
আগামী কয়েক দিনে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, ওড়িশা, সিকিম, উত্তরবঙ্গ, মধ্যপ্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধপ্রদেশ ,ইয়া নাম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে অরুণাচলপ্রদেশে বেশি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
9/13
উত্তরাখণ্ড উত্তরপ্রদেশে আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই এক পশলা ভারী বৃষ্টি হতে পারে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে যেমন দিল্লি হরিয়ানা পঞ্জাব।
advertisement
10/13
অন্যদিকে উৎসবের রেশ কাটতে না কাটতেই ভয়ানক এক তাণ্ডবের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর৷ সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় নরুর দাপটে এখনই ভারত থেকে বর্ষা তো যাবেই না, বরং বিপদের সম্ভাবনা আরও বাড়বে৷
advertisement
11/13
ভারতের বিভিন্ন অংশে এখনও বর্ষা চলছে৷ অনেক রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও বৃষ্টির দাপট কমেনি৷ কলকাতা শহরে পুজোর মধ্যেও বৃষ্টির দাপট দেখেছেন শহরবাসী৷ এখনও বৃষ্টির নানারকম পূর্বাভাস মিলছে ৷
advertisement
12/13
ঘূর্ণিঝড় নরুর প্রভাবে ইতিমধ্যে ভয়ে কাঁটা হয়ে আছে সাগরপাড়ের একাধিক অংশ৷ বলা হয়েছে, ঝড়ের গতিবেগ রয়েছে ২৪৯ কিলোমিটার প্রতিঘণ্টায়৷ ধ্বংসলীলা চালানোর জন্য যা যথেষ্ট৷ আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ভারতের আবহাওয়ায় ঝড় নুরুর প্রভাব দেখা যাচ্ছে।
advertisement
13/13
নরু আছড়ে পড়েছে ফিলিপনসে। আবহাওয়া দফতর জানিয়েছে, সুপার সাইক্লোন নুরুর প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে অনেক এলাকায় আবহাওয়ার পরিবর্তন হয়েছে। আজও দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।