TRENDING:

Weather Update: বেলা বাড়লেই কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা প্রবল, উত্তরে মারাত্মক বৃষ্টিই চলবে, এক ক্লিকে ওয়েদার আপডেট

Last Updated:
Low Pressure in Arabian Sea: IMD -র  ওয়েদার আপডেট বা আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ি উত্তর পশ্চিম আরব সাগরে হাওয়ার গতি ৪০ -৫০ কিমি থেকে ৭০ কিমি প্রতি ঘণ্টা গতিতে অবধি পৌঁছতে পারে৷
advertisement
1/6
কলকাতা ও দক্ষিণে বেলা বাড়লেই বৃষ্টি, উত্তরে ব্যাপক বৃষ্টি,লেটেস্ট ওয়েদার আপডেট
#কলকাতা : বর্ষাকালের স্বভাবসিদ্ধ ছবি এখনও কলকাতায় অধরা৷ শ্রাবণ মাস পড়ে গেলেও সারাদিন ধরে লাগাতার বৃষ্টি , জল জমা এখনও বর্ষাকালের এই চেনা ছবি কলকাতা তথা দক্ষিণবঙ্গে দেখা যায়নি৷ মঙ্গলবার দিনও কলকাতা তথা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাগাতার বৃষ্টির সম্ভবনা নেই৷ দিনের বিভিন্ন সময়ে আলাদা আলাদা ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা জারি রয়েছে৷ Photo- Representative 
advertisement
2/6
কলকাতায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রার পারদ৷ সঙ্গী অস্বস্তিকর আপেক্ষিক আর্দ্রতা৷ ফলে অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ি তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়৷ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ তবে ফিল লাইক তাপমাত্রা হবে প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস৷ Photo- Representative 
advertisement
3/6
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেলা এগারোটা নাগাদ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা প্রায় ৫১ শতাংশ৷ এছাড়া সারাদিনও আকাশ অংশত মেঘলা থাকবে এমনটাই অ্যাকুওয়েদার সূত্রে কলকাতা ওয়েদার আপডেটের খবর৷ Photo- Courtesy-Accuweather
advertisement
4/6
উত্তরবঙ্গে ফের একবার প্রবল বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের ওয়েদার আপডেট অনুযায়ি সেই সব জেলাগুলিতে মঙ্গলবার মাঝারি থেকে ভারি বৃষ্টিই জারি থাকবে৷ Photo- Representative 
advertisement
5/6
মৌসম বিভাগ বা আইএমডি-র পূর্বাভাস অনুযায়ি ১৮ জুলাই অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, বিদর্ভের আলাদা আলাদা জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা জারি রয়েছে৷ এছাড়া নাগাল্যান্ড , মণিপুর, মিজোরাম, ত্রিপুরার মতো উত্তর পূর্ব ভারতের রাজ্য ছাড়া ওড়িশা, হিমালয়ের পাদদেশের পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কন, গোয়া. মারাঠবাড়া, গুজরাত, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, মাহে , তটবর্তী এবং দক্ষিণ কর্ণাটক, তেলেঙ্গানার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হবে৷ Photo Courtesy/ IMD Sattellite Image  
advertisement
6/6
IMD -র  ওয়েদার আপডেট বা আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ি উত্তর পশ্চিম আরব সাগরে হাওয়ার গতি ৪০ -৫০ কিমি থেকে ৭০ কিমি প্রতি ঘণ্টা গতিতে অবধি পৌঁছতে পারে৷ পশ্চিম মধ্য আরব সাগরের ওপরে ৪৫ থেকে ৫৫  কিলোমিটার গতি থেকে সর্বাধিক ৬৫ কিলোমিটার গতি অবধি হাওয়া বইবে৷ কর্ণাটকের উপকূলে হাওয়ার গতি ৪০ থেকে ৫০ কিলোমিটার অবধি হবে৷   এদিকে মৎস্যজীবিদের সমুদ্রে না যেতে বলা হয়েছে৷  Photo Courtesy/ IMD Sattellite Image  
বাংলা খবর/ছবি/কলকাতা/
Weather Update: বেলা বাড়লেই কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা প্রবল, উত্তরে মারাত্মক বৃষ্টিই চলবে, এক ক্লিকে ওয়েদার আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল