West Bengal Weather Update: উষ্ণতম ডিসেম্বর! সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির উপর! হাড়কাঁপানো ঠান্ডা কবে থেকে? আবহাওয়ার বিরাট আপডেট হাওয়া অফিসের
- Published by:Sanjukta Sarkar
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
West Bengal Weather Update: ১৫ ডিগ্রির নিচে নামবে কলকাতার পারদ। বর্ষ শেষেও শীতের আমেজ থাকবে এমনটাই? যা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
1/12

বড়দিনে শীত উধাও শহরে। উষ্ণতম ডিসেম্বর এই বছর। ২০০৪ সালের পর এবার ফের সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির উপরে। ২০১৩ সালের পর সর্বোচ্চ তাপমাত্রাও ২৮ ডিগ্রির উপরে।
advertisement
2/12
বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন। উত্তর পশ্চিমের শীতল হাওয়া ফিরবে বুধবার বিকেল থেকে। বৃহস্পতিবার ও শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ফের কমতে শুরু করবে। ১৫ ডিগ্রির নিচে নামবে কলকাতার পারদ। বর্ষ শেষেও শীতের আমেজ থাকবে এমনটাই অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
3/12
গণেশ কুমার দাস। অধিকর্তা। আলিপুর আবহাওয়া দফতর বলেন এবারের ডিসেম্বর উষ্ণতম। এর আগে সর্বনিম্ন তাপমাত্রা ২০০৪ সালে এমন বেড়েছিল। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ২০১৩ সালে এতটা বেড়েছিল। অর্থাৎ গত কয়েক বছরে এত উষ্ণতম ডিসেম্বর দেখা যায়নি।
advertisement
4/12
আবহাওয়া দফতরেরর পরিসংখ্যান অনুযায়ী, এর আগে ২০০৪ সালে ২১ শে ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/12
সর্বোচ্চ তাপমাত্রাও এবারের ডিসেম্বরে অনেকটাই বেশি। ২০১৩ সালে ২৪ ডিসেম্বর সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। ২৬ শে ডিসেম্বর সেই সর্বোচ্চ তাপমাত্রা আজ সর্বোচ্চ তাপমাত্রা বিকেলে ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
6/12
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার খাওয়া বদল হতে পারে রাজ্যে। দখিনা বাতাসের পরিবর্তে উত্তুরে বাতাসের প্রভাব বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, দক্ষিণ-পশ্চিমের বাতাস বইছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে।
advertisement
7/12
এই মুহূর্তে উত্তর-পশ্চিমের বাতাস একেবারে থমকে গিয়েছে রাজ্যে। উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে। আগামিকাল থেকে এর প্রভাব কমবে বুধবার এর শক্তি অনেকটাই কমে যাবে। বুধবার বিকেল থেকে ফের সক্রিয় হবে উত্তর-পশ্চিমের বাতাস।
advertisement
8/12
বৃহস্পতিবার সকাল থেকে সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করবে। শুক্র শনিবারের মধ্যে এই তাপমাত্রা ১৫ ডিগ্রি বা তার নিচে নেমে যেতে পারে কলকাতায়। এবছরের শেষ দিন ৩১শে ডিসেম্বর শনিবার পর্যন্ত কার্যত শীতের এই স্পেল থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
9/12
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ৪৮ ঘন্টায় থাকবে কুয়াশার দাপট। আগামিকাল সকালেও ঘন কুয়াশা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।
advertisement
10/12
দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘন কুয়াশার দাপট এতটাই থাকবে যে ২০০ মিটার বা তার কম নেমে যেতে পারে দৃশ্যমানতা।
advertisement
11/12
কলকাতাতেও আগামিকাল সকালে মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট হতে পারে। দৃশ্যমানতা ৫০০ মিটারের নিচে নেমে যেতে পারে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আগামিকালও ঘন কুয়াশার সতর্কতা।
advertisement
12/12
হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং জেলাতে। তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে সেভাবে না থাকলেও সিকিমের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টি হবে সিকিম জুড়ে।