West Bengal Weather Update: উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের চূড়ান্ত সতর্কতা! দক্ষিণবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়জল?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। আমাদের রাজ্যে প্রভাব পড়বে?
advertisement
1/11

মার্চ মাস ছিল উষ্ণতম। দেশের একটা বড় অংশ প্রবল তাপপ্রবাহের মুখে পড়েছে গত মাসে। সেই ধারাবাহিকতাই বজায় রয়েছে চলতি মাসেও। শীতে দফায় দফায় বৃষ্টি চললেন এই বছর গরমে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার কোনও পূর্বাভাসই নেই। ফলে দেশের সামগ্রিক আবহে তাপপ্রবাহের দাপট বাড়ছে।
advertisement
2/11
তবে রাজ্যজুড়ে তীব্র দাবদাহের মধ্যেই এবার বৃষ্টি জারি উত্তরবঙ্গে। যদিও দু-একটি জেলা ছাড়া কার্যত বৃষ্টিহীন দক্ষিণবঙ্গ। আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আগামী কয়েকদিন।
advertisement
3/11
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রার ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের ১ ডিগ্রি নিচে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭ থেকে ৮৭ শতাংশ। বৃষ্টি হয়নি গত ২৪ ঘণ্টায়।
advertisement
4/11
এদিকে বৃষ্টি চলবে উত্তরে। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে।
advertisement
5/11
বৃহস্পতিবার পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার পর্যন্ত।
advertisement
6/11
আগামী ২৪ ঘণ্টায় নদিয়া মুর্শিদাবাদ বীরভূম দক্ষিণবঙ্গের এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামিকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই।
advertisement
7/11
দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত বুধবার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। প্রভাব পড়তে পারে দক্ষিণ পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
8/11
মৎস্যজীবীদের ওই এলাকায় সহজে যেতে নিষেধ করা হয়েছে। যদিও এর প্রভাব পড়বে না রাজ্যে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যটকেরা যারা যাচ্ছেন তাদের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সতর্কবার্তা বহাল থাকবে।
advertisement
9/11
মার্চে গোটা দেশে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৮.৯ মিলিমিটার। গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১০ ডিগ্রি সেলসিয়াস যা রেকর্ড গড়েছে ইতিমধ্যেই। ১২ বছর আগে অর্থাৎ ২০১০ সালে মার্চ মাসে গোটা দেশের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
10/11
মার্চ চলে যাওয়ার পরে এপ্রিলের প্রথম পনেরো দিনেও বৃষ্টির কোনও সম্ভাবনা সামগ্রিকভাবে নেই। আগামী কয়েকদিনে পারদ আরও চড়বে বলেই জানাচ্ছে মৌসম ভবন।
advertisement
11/11
দেশের অনেক জায়গায় দাবানলের সম্ভাবনা রয়েছে ফলে পরিস্থিতির দিকে নজর রেখে বনদফতরের সঙ্গে যোগাযোগ রাখছেন মৌসম ভবনের আবহবিদরা।