West Bengal Weather Update: বুধবার থেকেই আবহাওয়ার বদল রাজ্যে! কেমন থাকবে আগামী ২৪ ঘণ্টা? জানুন পশ্চিমবঙ্গের আপডেট...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Bengal Weather Update: মঙ্গলবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির ব্যাপকতা বাড়বে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
1/10

শীতের কামড় আর নয়। অবশেষে বড় বদল রাজ্যের আবহাওয়ায়। আজ থেকে বৃষ্টি শুরু বঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে আজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে কলকাতা-সহ রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামী 24 ঘণ্টায় তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। দিনের বেলা কার্যত শীত উধাও রাজ্যে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হবে রাজ্যজুড়ে।
advertisement
2/10
আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সর্তকতা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল মঙ্গলবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির ব্যাপকতা বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা আছে।
advertisement
3/10
বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং মালদা জেলায় দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে।
advertisement
4/10
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অপেক্ষাকৃত বৃষ্টির পরিমাণ বেশি হবে।
advertisement
5/10
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টি। এই পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে ঘূর্ণাবর্ত ব্যাপক প্রভাব ফেলেছে পশ্চিম ভারতের রাজ্যগুলি তে। হিমালয় সংলগ্ন জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে ব্যাপক তুষারপাত সঙ্গে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় উত্তরপ্রদেশ রাজস্থানে বৃষ্টি ও কোথাও কোথাও গ্রাউন্ড ফ্রস্ট-এর পূর্বাভাস হয়েছে।
advertisement
6/10
মৌসম ভবন জানাচ্ছে, এই ঝঞ্ঝা ক্রমশ মধ্যভারত পেরিয়ে পূর্ব ভারতে ঢুকে পড়েছে। বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ও বাংলাতে এর প্রভাব পড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরে হাওয়া বাধা আর তাই পুবালি হাওয়াতে সাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে। পশ্চিমী ঝঞ্ঝার শীতল বাতাস ও পূবালী হওয়ার উষ্ণ বাতাসের সংস্পর্শে বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
7/10
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ রয়েছে। সকালের দিকে সামান্য কুয়াশা দেখা গেলেও পরে পরিষ্কার আকাশ দেখা যায়। সকালে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে কোথাও কোথাও আর্দ্রতাজনিত অস্বস্তিও হতে পারে। আগামিকাল থেকে আকাশ আরও মেঘলা থাকার সম্ভাবনা। রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।
advertisement
8/10
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা ৩° ওপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে জাতীয় ডিগ্রি ওপরে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৫ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি শহরে।
advertisement
9/10
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা ৩° ওপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে জাতীয় ডিগ্রি ওপরে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৫ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি শহরে।
advertisement
10/10
ভারত মহাসাগরের ঘূর্ণাবর্ত আরও সক্রিয়ভাবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে তামিলনাডু অন্ধপ্রদেশের আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা প্রবল। বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব ভারতের রাজ্যগুলি অর্থাৎ অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, ত্রিপুরাতে।