West Bengal Weather Update: ছিটেফোঁটাও বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের ভাগ্যে? ভাসবে উত্তর! আগামী কয়েকদিন যা হতে চলেছে বাংলার আবহাওয়ায়...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Bengal Weather Update: আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আজ থেকেই ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রবল বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গে কবে আসবে ঘোর বর্ষার দিন? জানাল হাওয়া অফিস।
advertisement
1/10

দক্ষিণে দুর্বল মৌসুমী বায়ু। উত্তরে ঘন ঘোর বর্ষা। এমনই চলছে এই মরশুমের বাংলার আবহাওয়ার ভাব-গতিক। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আজ থেকেই ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রবল বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গে আপাতত ছিটেফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে। দক্ষিণে দুর্বল মৌসুমী বায়ু। উত্তরে ঘন ঘোর বর্ষা। এমনই চলছে এই মরশুমের বাংলার আবহাওয়ার ভাব-গতিক। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আজ থেকেই ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রবল বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গে আপাতত ছিটেফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে। প্রতিবেদন : বিশ্বজিৎ সাহা
advertisement
2/10
কলকাতায় মূলত মেঘলা আকাশ দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকবে। তাই বজায় থাকবে অস্বস্তিকর পরিবেশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আর বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি অব্যাহত দক্ষিণবঙ্গ জুড়ে।
advertisement
3/10
শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি তাপমাত্রা বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
4/10
গত ২৪ ঘণ্টায় ছিটেফোঁটা সামান্য বৃষ্টি হয়েছে কলকাতা শহরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা ২৭ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
advertisement
5/10
উত্তরবঙ্গে আবার প্রবল বৃষ্টির সম্ভাবনা। আজ থেকেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
6/10
আগামীকাল শনিবার থেকে সোমবার পর্যন্ত আলিপুরদুয়ার কোচবিহার জেলা তে প্রবল বৃষ্টি অর্থাৎ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি জেলাতেও। ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায়। মালদা এবং দক্ষিণ দিনাজপুরের হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
advertisement
7/10
আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও মৌসুমী বায়ু দুর্বল। তাই ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির কোন প্রশ্নই নেই আগামী চার পাঁচ দিন। কোথাও ছিটেফোঁটা কোথাও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
advertisement
8/10
তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকবে কারণ দক্ষিণ পশ্চিমী বাতাসে ভর করে জলীয় বাষ্প উত্তরবঙ্গে ও উত্তর পূর্ব দিকের রাজ্যগুলিতে যাচ্ছে। এর ফলে বৃষ্টি না হলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। যদিও তাপমাত্রা কম থাকায় অস্বস্তি চরমে উঠবে না।
advertisement
9/10
মৌসুমী বায়ু গুজরাতের পোরবন্দর থেকে উত্তর প্রদেশ পর্যন্ত বিস্তৃত। গুজরাত থেকে কেরল পর্যন্ত আরব সাগরে একটি অফ শোর অক্ষরেখা রয়েছে। উত্তর প্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া আর কোনও সিস্টেম নেই।
advertisement
10/10
পশ্চিম ভারতের রাজ্য দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়-সহ সমতল এবং পার্বত্য এলাকার উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ এছাড়াও মধ্য ভারতের ছত্রিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের একাংশে আগামী চার পাঁচদিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে এই রাজ্যগুলিতে।