West Bengal Weather Update: আগামী সপ্তাহে কি গরম বাড়বে? না মিলবে বৃষ্টির স্বস্তি? বাংলার আবহাওয়া যা হতে চলেছে...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: র্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপপ্রবাহ থাকবে। বাড়বে গরমের জ্বালাপোড়া। অস্বস্তি জারি থাকবে সর্বত্রই।
advertisement
1/11

রবিবার দুপুরের আবহাওয়ার রিপোর্ট বলছে, মরশুমের উষ্ণতম দিন আজ। চল্লিশ ছুঁই ছুঁই কলকাতা। দমদমের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। কার্যত তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গের একাংশে।
advertisement
2/11
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানে রয়েছে চূড়ান্ত তাপপ্রবাহের সতর্কতা। আগামী চার পাঁচ দিন এই পরিস্থিতি বজায় থাকবে।
advertisement
3/11
পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপপ্রবাহ থাকবে। বাড়বে গরমের জ্বালাপোড়া। অস্বস্তি জারি থাকবে সর্বত্রই।
advertisement
4/11
একনজরে দেখে নেওয়া যাক কোন জেলায় কত তাপমাত্রা ছিল আজ। বাঁকুড়া ৪৩ ডিগ্রি সেলসিয়াস, মালদা ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস, দমদম ৪০ ডিগ্রি সেলসিয়াস, আলিপুর কলকাতা ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস, বোলপুর ৪২.৩১ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুর ৪২.২১ ডিগ্রি সেলসিয়াস, দীঘা ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিং ৩৬.৮ডিগ্রি সেলসিয়াস এবং তমলুক ৩৭.৩১ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/11
কলকাতা ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস, বোলপুর ৪২.৩১ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুর ৪২.২১ ডিগ্রি সেলসিয়াস, দীঘা ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিং ৩৬.৮ডিগ্রি সেলসিয়াস এবং তমলুক ৩৭.৩১ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
6/11
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী সপ্তাহে উত্তরবঙ্গের উপরের দিকে ৫ জেলায় বৃষ্টি চলবে। আগামিকাল থেকে সামান্য কমলেও বিক্ষিপ্ত বৃষ্টির উপরের দিকের পাঁচ জেলায়। নিচের তিন জেলায় তাপমাত্রা বাড়বে, আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
advertisement
7/11
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
advertisement
8/11
আগামী ২৯ এপ্রিল পর্যন্ত আবহাওয়ার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তার পর আবহাওয়ার সামান্য বদল হতে পারে। তবে এখনও বৃষ্টির কোনও আশা নেই তিলোত্তমার বুকে। অতএব আবহাওয়ায়বিদদের পরামর্শ আরও গরমের জন্য প্রস্তুত থাকুক শহরবাসী।
advertisement
9/11
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামিকাল থেকে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। বেশ কয়েকটি জেলাজুড়ে তাপপ্রবাহে অস্বস্তিতে ভোগান্তি হবে মানুষের।
advertisement
10/11
জেলার সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়তেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে জেলায় জেলায়। দিনে দিনে বাড়ছে তাপমাত্রার পারদ। গরমে হাঁসফাঁস অবস্থা।
advertisement
11/11
তবে আরও দুঃসংবাদ দিয়ে আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়বে আগামী সপ্তাহে। অর্থাৎ আরও গরম পড়তে চলেছে দক্ষিণবঙ্গে।