West Bengal Weather Update: ব্যাপক রদবদল বাংলার আবহাওয়ায়! যা হতে চলেছে আগামী দু'দিনেই, হাওয়া অফিসের লেটেস্ট পূর্বাভাস
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: মেঘাচ্ছন্ন থাকবে শহর কলকাতার আকাশ। বাতাসে বাড়বে আর্দ্রতা। বাড়বে আরও অস্বস্তি।
advertisement
1/9

কালবৈশাখীর দেখা নেই৷ ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও গুমোট আবহাওয়া চলছে নাগাড়ে ৷ এরইমধ্যে বড়সড় বদলের ইঙ্গিত রাজ্যের আবহাওয়ার পূর্বাভাসে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে বাংলায়। যার জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা জনিত অস্বস্তিও।
advertisement
2/9
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও কেবল মেঘাচ্ছন্নই থাকছে কলকাতার আকাশ। তবে আগামী ৩ দিনে তাপমাত্রা পরিবর্তনের সেইরকম সম্ভাবনা নেই। আপাতত আংশিক মেঘলা আকাশেই আশা রাখতে হচ্ছে বঙ্গকে ৷ তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (Weather Update of Bengal) ৷ শুষ্ক গরম বাতাসে গা পুড়িয়ে দেওয়ার আবহ ।
advertisement
3/9
সিকিম এবং দার্জিলিংয়ের বেশ কয়েকটি জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া শুষ্ক আবহাওয়ায় প্রাণ ওষ্ঠাগত । সোমবার সপ্তাহের প্রথম দিনে রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দু'টোই স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি থাকবে । দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৯ ও রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।
advertisement
4/9
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও কেবল মেঘাচ্ছন্নই থাকছে কলকাতার আকাশ। তবে আগামী ৩ দিনে তাপমাত্রা পরিবর্তনের সেইরকম সম্ভাবনা নেই। আপাতত আংশিক মেঘলা আকাশেই আশা রাখতে হচ্ছে বঙ্গকে ৷ তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (Weather Update of Bengal) ৷ শুষ্ক গরম বাতাসে গা পুড়িয়ে দেওয়ার আবহ ।
advertisement
5/9
রবিবার দেওয়া আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, মেঘাচ্ছন্ন থাকবে শহর কলকাতার আকাশ। বাতাসে বাড়বে আর্দ্রতা। বাড়বে আরও অস্বস্তি। উত্তরবঙ্গেরর জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও মেঘাচ্ছন্নই থাকছে কলকাতার আকাশ। দক্ষিণবঙ্গে কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৫° সেলসিয়াস এবং ২৬°সেলসিয়াস।
advertisement
6/9
যদিও আবহাওয়া দফতরের শনিবারের পূর্বাভাস অনুযায়ী, ২৯মার্চ এর মধ্যে উত্তরবঙ্গের দুটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং-এ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে বুধ এবং বৃহস্পতিবার নাগাদ বৃষ্টি চলবে হিমালয় পাদদেশ সংলগ্ন ৫ টি জেলাতেই।
advertisement
7/9
বৃষ্টি হয়ে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। তবে পরবর্তী ২৪ ঘন্টা শুকনোই থাকছে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া বাকি জেলার আবহাওয়া। যদিও মেঘাচ্ছন্ন থাকতে পারে জেলাগুলির আকাশ।
advertisement
8/9
আগামী ৩-৪ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা সেভাবে না বাড়লেও তা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশিই থাকবে। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে ২-৪° সেলসিয়াস বেশিই।
advertisement
9/9
এদিকে এই তীব্র গরম থেকে শরীরকে সুস্থ রাখতে সতর্কতা বিশেষজ্ঞদের। অহেতুক বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরাও ৷ বাইরে বেরোলেও শরীরে ডিহাইড্রেশন রুখতে পর্যাপ্ত পরিমাণে জল পান করার পাশাপাশি মরশুমি ফল ও সবজি খাওয়ার কথা বলছেন ৷ রাস্তায় বেরোতে হলে অবশ্যই সঙ্গে রাখুন ছাতা ও জলের বোতল৷