West Bengal Weather Update: সপ্তাহজুড়ে তুমুল বৃষ্টিপাত! দক্ষিণবঙ্গ কাঁপাবে বর্ষা? কলকাতা-সহ রাজ্যের আবহাওয়ার লেটেস্ট আপডেট
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Bengal Weather Update: উত্তরবঙ্গে মেঘ ভাঙা বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং কালিম্পং-সহ পার্বত্য এলাকায় ধ্বসের আশঙ্কা। পাহাড়ি রাস্তায় ল্যান্ড স্লাইড হতে পারে। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ আবহাওয়ার।
advertisement
1/14

আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের সক্রিয় হলেও দুর্বল মৌসুমী বায়ু ঢুকছে দক্ষিণবঙ্গে। এর ফলে শুরুতেই বর্ষা এলে ও ভারী বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। দিনের তাপমাত্রা আগামী কয়েকদিনে কমতে শুরু করবে দক্ষিণবঙ্গে।
advertisement
2/14
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। কোচবিহার এবং আলিপুরদুয়ারের দু'এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি অর্থাৎ অল্প সময়ে প্রবল বৃষ্টির আশঙ্কা। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। সবচেয়ে বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে।
advertisement
3/14
সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গ জুড়ে। নদীতে জল স্তর বৃদ্ধি হবে। শষ্যের ক্ষতি হবে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। পাহাড়ের এলাকায় দৃশ্যমানতা অনেকটাই কমবে দার্জিলিং এবং কালিম্পং এর ধ্বস নামার আশংকা।
advertisement
4/14
কলকাতাসহ দক্ষিণবঙ্গের আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কলকাতার আকাশ মূলত মেঘলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে।
advertisement
5/14
গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের ১ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৮৮ শতাংশ। সামান্য বৃষ্টি হয়েছে গত ২৪ ঘণ্টায়।
advertisement
6/14
উত্তরবঙ্গে কবে কোথায় কেমন বৃষ্টি। আজ ১৬ জুন বৃহস্পতিবার। অতি ভারী বৃষ্টি ও তার ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। ৭০ থেকে ২০০ মিলিমিটার বা অতি ভারী বৃষ্টির সর্তকতা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার জন্য ভারী বৃষ্টি অর্থাৎ ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা।
advertisement
7/14
কাল ১৭ ই জুন শুক্রবার। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি অর্থাৎ প্রবল বৃষ্টির সর্তকতা। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি মালদা ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টি অর্থাৎ ৭০ থেকে ১০০ ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতে আশঙ্কা।
advertisement
8/14
১৮ জুন শনিবার কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সর্তকতা ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সর্তকতা অর্থাৎ ৭০ থেকে ১০০ ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
advertisement
9/14
১৯ জুন রবিবার। কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং ও জলপাইগুড়ি জেলাতে।
advertisement
10/14
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জের। মেঘ ভাঙা বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং কালিম্পঙ-সহ পার্বত্য এলাকায় ধ্বসের আশঙ্কা। পাহাড়ি রাস্তায় ল্যান্ড স্লাইড হতে পারে। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া দফতরের।
advertisement
11/14
পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কমতে পারে। ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে আসতে পারে। নদীর জলস্তর বাড়তে পারে তিস্তা, তোর্সা, জলঢাকা সহ উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বাড়তে পারে। সিকিম ভুটান ও আসাম মেঘালয় প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের নদীর জল স্তর আরো বৃদ্ধি পাবে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা নিচু এলাকার জমিতে শস্যের ক্ষতি হতে পারে।
advertisement
12/14
পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তর প্রদেশ থেকে অসমে পর্যন্ত যেটি বিহার উত্তরবঙ্গ এবং সিকিমের উপর দিয়ে গেছে। এছাড়াও বিহার থেকে অন্ধপ্রদেশ পর্যন্ত মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে উত্তর দক্ষিণ অক্ষরেখা। আরও একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে কোমরিন এলাকা পর্যন্ত। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর আরব সাগর এবং রাজস্থানের উপর।
advertisement
13/14
উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির এবং সিকিম ও উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। আগামী ২৪ ঘণ্টায় আসাম এবং মেঘালয় প্রবল বৃষ্টির সম্ভাবনা আজ ও কাল উত্তরবঙ্গ সিকিম প্রবল বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছারখার বিহার এবং দক্ষিণ বঙ্গ অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আজ ও কাল মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা ১৯ জুন বিদর্ভে ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
14/14
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উত্তর-পশ্চিম ভারতের বৃষ্টির সম্ভাবনা। উত্তর-পশ্চিম ভারতের সমতল এলাকায় আজ থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আগামিকাল ভারী বৃষ্টি হতে পারে জম্মু ডিভিশন এবং হিমাচল প্রদেশের উত্তরাখণ্ডে।