West Bengal Weather Update: সপ্তাহান্তেই বিরাট রদবদল বাংলার আবহাওয়ায়? বৃষ্টি-কুয়াশার সতর্কতা আজ থেকেই! তারপর?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: বঙ্গে এবার তুমুল রদবদল দেখাচ্ছে শীতকালীন আবহাওয়া। বছরের শুরুতে তুমুল ঠান্ডা থাকলেও তারপরে ফের বাড়তে শুরু করেছিল বাংলার তাপমাত্রা৷
advertisement
1/10

নতুন বছরের শুরুটা হল শীতের দাপুটে ইনিংস দিয়ে। বঙ্গে এবার তুমুল রদবদল দেখাচ্ছে শীতকালীন আবহাওয়া। বছরের শুরুতে তুমুল ঠান্ডা থাকলেও তারপরে ফের বাড়তে শুরু করেছিল বাংলার তাপমাত্রা৷ তবে এবার ঠান্ডা কমবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Weather Forecast of Bengal) ৷ এর জন্য মূলত পশ্চিমী ঝঞ্ঝাকেই দায়ী করা হচ্ছে ৷ এর প্রভাবে সপ্তাহান্তে বৃষ্টি ও কুয়াশার সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস৷
advertisement
2/10
বড় পরিবর্তন হতে চলেছে উত্তরবঙ্গের আবহাওয়ায়। বৃষ্টির পূর্বাভাস রয়েছে শৈলশহর দার্জিলিঙে। আজ বৃহস্পতিবার ছাড়াও দার্জিলিঙে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সপ্তাহান্তে। আগামী রবিবার বৃষ্টি হতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
advertisement
3/10
তবে বৃষ্টির পাশাপাশি রয়েছে আরও একটি সতর্কতা। আগামী দু দিন ঘন কুয়াশার সর্তকতা রয়েছে উত্তরবঙ্গে। কুয়াশার সতর্কতা জারি ঠেকছে দক্ষিণবঙ্গেও। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা। দুই এক জেলায় সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা বলেই জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
4/10
আগামিকাল শীতের আমেজ থাকবে কলকাতায়। শুক্র শনি ও রবিবার ৩ দিনে তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সামান্য বেড়ে কলকাতা তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস আজ বৃহস্পতিবার। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। প্রতীকী ছবি ৷
advertisement
5/10
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দিনের শুরুতে ঘন কুয়াশা দৃষ্টিপথে প্রবল বাধার সৃষ্টি করবে। ফলে যান চলাচলে, বিশেষ করে হাইরোডে যানচলাচলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও হিমালয় সংলগ্ন সিকিম, দার্জিলিং, কালিম্পং অঞ্চলে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
6/10
যদিও বছরের প্রথম ছ'দিনের পারদ পতনে নাগাড়ে চলেছে, তবে শীত কমবে এমনটাই ইঙ্গিত মৌসম ভবনের। আবহাওয়া দফতর বলছে, জানুয়ারি মাসের প্রথম দিকে এই ধরনের তাপমাত্রার নিম্নাভিমুখী হওয়া নতুন নয়। আগে এর থেকেও নিচে নেমেছে পারদ। তবে এবছর হয়তো তা হবে না। কারণ পশ্চিমী ঝঞ্ঝা। যার প্রভাবে চলতি সপ্তাহের শেষ দিকে বা নতুন সপ্তাহের শুরুতে বৃষ্টি হতে পারে। বাড়বে তাপমাত্রাও।
advertisement
7/10
তবে এবছর হয়তো তা হবে না। কারণ পশ্চিমী ঝঞ্ঝা। যার প্রভাবে চলতি সপ্তাহের শেষ দিকে বা নতুন সপ্তাহের শুরুতে বৃষ্টি হতে পারে। বাড়বে তাপমাত্রাও।
advertisement
8/10
অন্যদিকে পৌষ সংক্রান্তিতে ঠান্ডা পড়লেও এবার পারদ খুব বেশি নামবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর৷ বরং তাপমাত্রার পারদের ঊর্ধ্বগতি অব্যাহত থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রিতে পৌঁছতে পারে।
advertisement
9/10
বুধবার কলকাতা এবং প্বার্শবর্তী অঞ্চলের তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। বুধবার ছিল নতুন বছরের শীতলতম দিন। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি।
advertisement
10/10
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।