West Bengal Weather Update: ১০ ডিগ্রির নিচে পারদ! কনকনে ঠান্ডায় কাঁপছে রাজ্যের এই পাঁচ জেলা! বাকি জেলায় শীত কেমন? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট
- Published by:Sanjukta Sarkar
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
West Bengal Weather Update: পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে আজ সকালে রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গে পানাগড়ে রেকর্ড হয়েছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শান্তিনিকেতনে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
1/16

আজ মরশুমের শীতলতম দিন শহর কলকাতায়। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ কাটতে না কাটতেই বাড়ছে শীতের কাঁপুনি। সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় ১ ডিগ্রির বেশি কমে গেল আজ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে। প্রতিবেদন : বিশ্বজিৎ সাহা
advertisement
2/16
শীতের আমেজ বাড়ছে রাজ্যজুড়েও। ঠান্ডায় কাঁপছে জেলা বাঁকুড়া। আজ বাঁকুড়া জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে। গত কয়েকদিন আগেও যে ঠান্ডা উধাও হয়ে গিয়েছিল হঠাৎ ফিরে এসেছে সেই ঠান্ডার অনুভূতি। পর্যটন কেন্দ্রগুলিতে এই ঠান্ডা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। প্রতিবেদন : বিশ্বজিৎ সাহা
advertisement
3/16
জাঁকিয়ে শীত পুরুলিয়াতেও। আজও জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বরের শীতে কাবু পুরুলিয়া। তবে শীতকে উপভোগ করতে পর্যটকদের ভিড় পুরুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে। প্রতিবেদন : বিশ্বজিৎ সাহা
advertisement
4/16
সপ্তাহের শেষ দিনে শীতে কাঁপছে মন্দির নগরী বিষ্ণুপুর। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে। ভারী পোশাকের আড়ালে নিজ নিজ গন্তব্যে বেরিয়েছে শহরবাসী, ভোরের দিকে কুয়াশা ঢেকে রাখলেও মিষ্টি রোদের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা সরে যাচ্ছে। সবমিলিয়ে শীত দখল করেছে মন্দির নগরীকে। প্রতিবেদন : বিশ্বজিৎ সাহা
advertisement
5/16
জাকিয়ে শীত জলপাইগুড়িতেও।শুক্রবার থেকে তাপমাত্রা নিম্নমুখী। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.০১ ডিগ্রি।ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন ছিল আকাশ। বেলা বাড়তে সূর্য উঠলেও রয়েছে শীতের কামড়। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নামবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। প্রতিবেদন : বিশ্বজিৎ সাহা
advertisement
6/16
সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা গোটা ডুয়ার্স। তাপমাত্রার পারদ নামল ১৪ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় জুবুথুবু অবস্থা ডুয়ার্সবাসীর।কুয়াশা ঢাকা ডুয়ার্সের সমস্ত জাতীয় সড়ক ও রাজ্য সড়ক। প্রতিবেদন : বিশ্বজিৎ সাহা
advertisement
7/16
কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে সামান্য দূরে থাকা বস্তুকে খালি চোখে দেখতে সমস্যা হচ্ছে। গাড়ির লাইট জ্বালিয়ে জাতীয় সড়কে গাড়ি চালাতে হচ্ছে। যার ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েন বাসিন্দারা। বিশেষ করে চা বাগান এবং পাহাড় লাগোয়া এলাকায় কুয়াশার ঘনত্ব অনেকটাই বেশি ছিল সকাল থেকে। প্রতিবেদন : বিশ্বজিৎ সাহা
advertisement
8/16
দার্জিলিং-এ ৬ ডিগ্রির আশেপাশে আর দক্ষিণবঙ্গে ৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় ১০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। কোথাও কোথাও ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে পারদ। প্রতিবেদন : বিশ্বজিৎ সাহা
advertisement
9/16
ঝলমলে রোদ থাকলেও রয়েছে কনকনে ঠান্ডা। আজ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং, পিংলায় সকাল থেকেই কনকনে ঠান্ডা অনুভূতি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিললেও ঠান্ডা অনুভূতি রয়েছে যথেষ্ট। রোদ থাকলেও মাথায় টুপি,গায়ে ভারী চাদর দিয়ে বেরোতে হচ্ছে সবাইকে।
advertisement
10/16
আগামী কয়েক দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে এরকমই তাপমাত্রা থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।এক নজরে দেখে নেয়া যাক উত্তরবঙ্গের কোথায় কেমন আবহাওয়া। দার্জিলিং জেলায় ৬.৮ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড হয়েছে।
advertisement
11/16
কালিম্পং এর তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে আজ সকালে বালুরঘাট এ। কোচবিহার জেলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস বাগডোগরা আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
12/16
দক্ষিণবঙ্গে পানাগড় ও শান্তিনিকেতনে ১০ ডিগ্রির নিচে নেমেছে পারদ। অর্থাৎ পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস-এর নিচে আজ সকালে রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গে পানাগড়ে রেকর্ড হয়েছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শান্তিনিকেতনে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। প্রতিবেদন : বিশ্বজিৎ সাহা
advertisement
13/16
বাঁকুড়া জেলায় তাপমাত্রা সর্বনিম্ন ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। মুর্শিদাবাদের বহরমপুরে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় আজ সকালে পারদ। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। প্রতিবেদন : বিশ্বজিৎ সাহা
advertisement
14/16
পূর্ব মেদিনীপুরের দিঘাতে ১২ ডিগ্রি সেলসিয়াস। নদীয়ার কৃষ্ণনগরে ১২.২ ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা আজ সকালে রেকর্ড হয়েছে।
advertisement
15/16
একইভাবে পশ্চিম বর্ধমানের আসানসোলে রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস এবং পুরুলিয়া জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা এই দিন ছিল ১০.১ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
16/16
উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। এবং হাওড়ার উলুবেড়িয়াতে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব মেদিনীপুরের ই কাঁথিতে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।